ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেখা দেখে ছবি আঁকবে বট

প্রকাশিত: ০৪:২৪, ২১ জানুয়ারি ২০১৮

লেখা দেখে ছবি আঁকবে বট

মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এমন এক বট বানাচ্ছে যা খুব ভালভাবে লেখা পড়বে এবং সেখান থেকে শব্দগুলো দেখে নিজেই বর্ণনা বানাবে আর সে অনুযায়ী ছবি আঁকবে। এই বটে ব্যবহার করা মূল প্রযুক্তি ‘জেনারেটিভ এ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক’ বা জিএএন নামে পরিচিত। এতে দুটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়েছে, যার একটি বর্ণনা থেকে ছবি বানাবে আর অন্যটি লিখিত বর্ণনা যাচাই করবে। -ইয়াহু নিউজ
×