ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন প্রদান

প্রকাশিত: ০৪:০২, ১৯ জানুয়ারি ২০১৮

সেলাই মেশিন প্রদান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জানুয়ারি ॥ নওগাঁর সাপাহারে বেসরকারী সংগঠন আলোহা সোশ্যাল সার্ভিসেস বাংলাদেশ (এএসএসবি)-এর আইআরএফডিপি প্রকল্পের অধীনে উপজেলার দশজন মহিলার মাঝে বৃহস্পতিবার সকাল দশটায় বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের পাথেয় হিসেবে তিন মাস ফ্রি দর্জি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে মিনারা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মৌলানা আব্দুল বাকী, সংগঠনের প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন, মনিটরিং অফিসার ফারুক হোসেন প্রমুখ। কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৮ জানুয়ারি ॥ সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত ঢাকার বাসিন্দা শতবর্ষী আলহাজ আবুল হাসেমর পক্ষ থেকে সদর উপজেলার নিভৃতপল্লী মিলনপুর গ্রামে নূরন নাহার হাসেম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী হতদরিদ্র পরিবারের তিন শতাধিক বয়োবৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পদকপ্রাপ্ত আলহাজ আবুল হাসেমের বড় ছেলে আলহাজ আব্দুল মঈন শামীম, জামাতা আলহাজ মহিউদ্দিন আল হোসাইন, প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সাব-ইঞ্জিনিয়ার আবু নাসের মোঃ ওবায়দুল্লাহ, স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন, ইয়াছিন আলী প্রমুখ।
×