ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হোশিও কুনি হত্যাকারীর শ্বশুর জেএমবি জঙ্গী তৈয়ব গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৫, ১৮ জানুয়ারি ২০১৮

হোশিও কুনি হত্যাকারীর শ্বশুর জেএমবি জঙ্গী তৈয়ব গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ইয়ানতকারী গ্রুপের সদস্য ও শিক্ষক মাধব চন্দ্র রায়ের হত্যাকা-ের পরিকল্পনাকারী তৈয়ব আলীকে (৬৫) নীলফামারীর কাউন্টার টেররিজম ইউনিট গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে জেলা শহরের আনন্দবাবুর পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্য ইয়ানতকারী তৈয়ব আলী জলঢাকা উপজেলার গোলমু-া ইউনিয়নের তিলাই গ্রামের মৃত আসানততুল্লার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত তৈয়ব আলী ২০১৫ সালের ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানী নাগরিক হোশিও কুনিওকে হত্যাকারীদের মধ্যে জেএমবির রংপুর জেলার পীরগাছা উপজেলার আঞ্চলিক কমান্ডার উপজেলার পশুয়া টাঙ্গাইলপাড়ার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীর (২১) শ্বশুর। হোশি কুনিওকে হত্যাকারী যে ৫ জনকে রংপুরের আদালত ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ফাঁসির আদেশ দিয়েছিল তাদের মধ্যে তৈয়ব আলীর মেয়ের জামাই মাসুদ রানা রয়েছে। বুধবার দুপুরে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, গ্রেফতারকৃত তৈয়ব আলীর বাড়িতে বিভিন্ন স্থানের জেএমবির সদস্যরা এসে গোপনে আশ্রয় নিত ও বিভিন্ন হত্যাকা-ের গোপন বৈঠক করত বলে জানা গেছে।
×