ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাসমান মানুষের কষ্ট বেশি;###;রিফাত কান্তি সেন

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ শীতার্ত মানুষের পাশে

প্রকাশিত: ০৪:৩২, ১৮ জানুয়ারি ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ শীতার্ত মানুষের পাশে

চলছে শীতের মৌসুম। ষড়ঋতুর এদেশে শীত মানেই হিমেল হাওয়া। প্রবাদে আছে, ‘মাঘের শীতে বাঘে কাঁপে’। গত ৭০ বছরের ইতিহাসে বাংলাদেশে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে এবার; অবশ্য মাঘ মাস এসেছে। ২.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা অনুভব করেছে দেশের মানুষ। উচ্চবিত্তদের কাছে শীত উপভোগের বিষয় হলেও; নিম্নবিত্তের কাছে শীত মানেই এক ধরনের অভিশাপ বিপদ। একটি শৈত্যপ্রবাহ মানে-একটি বিপর্যস্ত অবস্থা অসহায় মানুষের কাছে। এ তীব্র শীতে সবচেয়ে বেশি কষ্ট পান শিশু ও বয়স্ক ব্যক্তিরা। শীতবস্ত্র না থাকার কারণে নিদারুণ কষ্টে দিনাতিপাত করেন মানুষ। আমাদের দেশে নিম্ন আয়ের লোকেরা শীত মৌসুমে খুবই কষ্টে সংসার, পরিজন পরিচালনা করেন। অর্থনৈতিক মন্দার কারণে যেমন কেনা হয় না গরম কাপড়, তেমনি রোগ-ব্যাধি থেকে মুক্তি লাঘবে কেনা হয় না ওষুধপত্রও। পরিসংখ্যান বলছে নিম্ন আয়ের লোকের সংখ্যা আমাদের দেশে বেশি। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে আছে এসব অসহায় মানুষ। শুধু কি বস্ত্রের অভাব! শীত মৌসুমে নানা রোগ-ব্যাধির ও উপদ্রব ঘটে। ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে আমাদের দেশে অনেক শিশু মৃত্যুবরণ করে। বাদ যাচ্ছে না বয়স্ক মানুষগুলোও। এছাড়া শহরের ভাসমান মানুষগুলো যারা রাস্তার পাশে বহুকষ্টে দিনাতিপাত করছে তারাও নিদারুণ কষ্টে তাদের জীবন অতিবাহিত করছে। তীব্র শীতে যেখানে ঘরে থাকাটা দায় হয়ে দাঁড়িয়েছে; সেখানে খোলা আকাশের নিচে, ফুটপাথে রাতযাপন করছে। এ দৃশ্য সত্যি সহ্য করার মতো নয়। রাজধানী শহরের অনেক জায়গায়ই দেখা যায় হতদরিদ্র এসব মানুষগুলো ছেড়া কম্বল, কাঁথা গায়ে জড়িয়ে শীতের হিমেল হাওয়া থেকে বাঁচার জন্য প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছেন। অভাবি এসব মানুষের কষ্টকে লাঘব করতে আমাদের বিত্তবান শ্রেণীর উচিত উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের মাঝে শীতের কষ্টটা খুবই বেশি। আশার কথা হচ্ছে আমাদের দেশের অনেকইে শীত এলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মনভাব পোষণ করেন। কেউ কেউ তো দিন-রাত অসহায় মানুষের পাশে তাঁদের সেবার হাত বাড়িয়ে দেন। তবে কথা হলো সে দানটা যেন হয় প্রচারবিমুখ। অনেকেই দেখি কম্বল বিতরণ করে সে ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে আর্তের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার নামে প্রচারণা চালাচ্ছেন। লোক দেখানো দান না করে সত্যিকারের দানে মনোনিবেশ করি আমরা। শীতার্ত মানুষের পাশে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া একান্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। ‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে বুকে আগলে রেখে আমাদের সামনে পদচারণা হোক আরও সমৃদ্ধ এটাই হোক আমাদের আগামীর পথচলার অঙ্গীকার। দেশের একটি মানুষও যেন শীতকষ্টে মৃত্যুর কোলে ঢলে না পড়ে সেদিকে সকল শ্রেণী-পেশার মানুষের দৃষ্টি থাকা একান্ত বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে। এ শীতে ভাল থাকুক সকল মানুষ এটাই প্রত্যাশা। চাঁদপুর, ফরিদগঞ্জ থেকে
×