ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিক মেয়রের সঙ্গে মার্কিন ও থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০৬:০৩, ১৭ জানুয়ারি ২০১৮

চসিক মেয়রের সঙ্গে মার্কিন ও থাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে মঙ্গলবার সকালে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। একইদিন বিকেলে সৌজন্য সাক্ষাতে মিলিত হন থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবন্নাপংসে। এ সময় মেয়র চট্টগ্রাম সমুদ্র বন্দরসহ নানা সুযোগ সুবিধা তথা ব্যবসা বাণিজ্যে অপার সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া তিনি চট্টগ্রামে বিনিয়োগের জন্য ওই দুই দেশের ব্যবসায়ীদের আগ্রহী করতে দুই রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। চসিক মেয়র চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা উল্লেখ করে বলেন, নগরবাসীর সেবায় গৃহীত অনেকগুলো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কাজ চলছে। বিশেষ করে তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নয়ন এবং আলোকিত নগরী গঠনে কর্পোরেশনের প্রকল্পগুলোর কথা অবহিত করেন। জলাবদ্ধতাসহ নানা সমস্যাও উঠে আসে মেয়রের বক্তব্যে। তবে এসব সমস্যার স্থায়ী সমাধানে কর্পোরেশন এবং সরকারের নানামুখী উদ্যোগ রয়েছে বলেও তিনি জানান। প্রসঙ্গক্রমে তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থানের বিষয়টিও তুলে ধরে বলেন, দীর্ঘমেয়াদে তারা অবস্থান করলে বিরূপ প্রভাব পড়তে পারে। তিনি চট্টগ্রামের বন্দরসহ নানা অবকাঠামোগত সুবিধা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের বিনিয়োগ প্রত্যাশা করেন। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত হয়েছেন বলেও জানান। এছাড়া তিনি বাংলাদেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। মেয়র দুই রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোগ্রামখচিত ক্রেস্ট উপহার দেন।
×