ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরএকে সিরামিকের বিক্রয় বেড়েছে ২৭ শতাংশ

প্রকাশিত: ০৪:২৮, ১৭ জানুয়ারি ২০১৮

আরএকে সিরামিকের বিক্রয় বেড়েছে ২৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকের বিক্রয় বেড়েছে ২৭ শতাংশ। যার ওপর ভিত্তি করে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৬ শতাংশ। কোম্পানির ২০১৭ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। ওই সময় কোম্পানিটির পণ্য বিক্রয় হয়েছে ৫০৪ কোটি ১৫ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৩৯৬ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে বিক্রয় বেড়েছে ১০৭ কোটি ৬০ লাখ টাকার বা ২৭ শতাংশ। এদিকে আগের বছরের ৯ মাসে বিক্রয়ের জন্য কাঁচামালসহ উৎপাদন ব্যয় হয়েছিল ২৩২ কোটি ১৯ লাখ টাকা। যা ছিল বিক্রয়ের ৫৯ শতাংশ। যাতে মোট মুনাফা হয়েছিল ১৬৪ কোটি ৩৬ লাখ টাকা। আর ২০১৭ সালের ৯ মাসে বিক্রয়ের বিপরীতে ৫৯ শতাংশ হারে ২৯৪ কোটি ৯৫ লাখ টাকা উৎপাদন ব্যয় হয়েছে। যাতে মোট মুনাফা হয়েছে ২০৯ কোটি ২০ লাখ টাকা। এ হিসাবে মোট মুনাফা বেড়েছে ৪৪ কোটি ৮৪ লাখ টাকা বা ২৭ শতাংশ। কোম্পানিটির বিক্রয়ের সঙ্গে পরিচালন ব্যয় বেড়েছে। আগের বছরের ৭৪ কোটি ১৩ লাখ টাকার নিট পরিচালন ব্যয় এ বছরে বেড়ে হয়েছে ৯০ কোটি ৭৯ লাখ টাকা। একইসঙ্গে ১ কোটি ৩২ লাখ টাকার নিট সুদজনিত ব্যয় বেড়ে হয়েছে ৬ কোটি ৯৪ লাখ টাকা। কোম্পানিটির ৯ মাসে বিক্রয় থেকে উৎপাদন ব্যয়, পরিচালন ব্যয়, সুদজনিত ব্যয়, কর সঞ্চিতি বিয়োগ শেষে নিট মুনাফা হয়েছে ৭৫ কোটি ৭০ লাখ টাকা বা শেয়ার প্রতি ২.১৪ টাকায়। আর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৬০ কোটি ১৯ লাখ টাকা বা শেয়ার প্রতি ১.৭০ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ১৫ কোটি ৫১ লাখ টাকা বা ২৬ শতাংশ। ৩৫৩ কোটি ৬৯ লাখ টাকার পরিশোধিত মূলধনের আরএকে সিরামিকসে ৬১৯ কোটি ৫০ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। যা শেয়ার প্রতি হিসাবে ১৭.৫২ টাকা। উল্লেখ্য, মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫৮.৫০ টাকায়।
×