ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অটোচালক খুনের দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮

গাজীপুরে অটোচালক খুনের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে অটোরিক্সা চালক সার ইসলাম হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই ঘটনায় অটোরিক্সা চুরির দায়ে তাকে তিন বছরের সশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। সোমবার গাজীপুর দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন। দ-প্রাপ্ত আসামির নাম মোঃ আলম। সে ময়মনসিংহের হালুয়াঘাট থানার সাহাপাড়া এলাকার বাবর আলীর ছেলে। উল্লেখ্য, জয়দেবপুর থানাধীন লোহাকৈর এলাকায় খালু মোঃ আন্নিছ মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে রিক্সা চালাত সার ইসলাম। গত ২০১৪ সালের ১২ জানুয়ারি সকালে সার ইসলাম অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়। রাত নয়টা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জয়দেবপুর চৌরাস্তা এলাকায় আসামি আলমকে অটোরিক্সাসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আলম স্বীকার করে জানায় যাত্রী সেজে কৌশলে স্থানীয় বড়চালা এলাকার বনের ভেতর নিয়ে সার ইসলামকে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায় আলম। দৌলতপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিহত এক, আহত ৩ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৫ জানুয়ারি ॥ দৌলতপুরে বিদ্যুত স্পৃষ্ট হয়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে উপজেলার কল্যাণপুর গান্ধীর বিলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বাবলু (৪৫) নামে একজন নিহত এবং পল্লী বিদ্যুতের দুইজন লাইনম্যানসহ তিনজন আহত হয়। স্থানীয়রা জানায়, মাজেদুল ইসলাম নামে এক কৃষকের কল্যাণপুর গান্ধীর বিলে বৈদ্যুতিক মোটরপাম্পের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতের তার ছিড়ে পড়লে মোটরের কাছে থাকা স্থানীয় বাবলু বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বাবলুকে বাঁচাতে গিয়ে লাইনম্যান লুৎফর রহমান ও আরিফ হোসেন এবং বৈদ্যুতিক মোটরমালিক মাজেদুল ইসলাম আহত হয়। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×