ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সেঞ্চুরিয়ন টেস্ট

কোহলির সেঞ্চুরিতে ভারতের জবাব

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জানুয়ারি ২০১৮

কোহলির সেঞ্চুরিতে ভারতের জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ কেপটাউনে প্রথম টেস্টের দুই ইনিংসেই ছিলেন চূড়ান্ত রকমের ফ্লপ। বড় হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। অধিনায়কের নিজের পারফর্মেন্সের সঙ্গে তার দল নির্বাচন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালেন ‘সেনসেশনাল’ উইলোবাজ। সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন একটা ম্যাচের অফ-ফর্ম দিয়ে কোহলিকে বিচার করা যায় না। প্রথম ইনিংসে স্বাগতিক প্রোটিয়াদের ৩৩৫-এর জবাবে ৩০৭ রান করে অলআউট হয়েছে ভারত, যেখানে ক্যাপ্টেন একাই খেলেছেন ১৫৩ রানের মনোমুগ্ধকর ইনিংস। গ্রেট শচীন টেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি হাঁকালেন সুপার কোহলি। তৃতীয়দিনের তৃতীয় সেশনে এ রিপোর্ট লেখার সময় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৬৮ রান। সব মিলিয়ে লিড ৯৬। কোহলি দিন শুরু করেছিলেন ৮৫ রান নিয়ে। সঙ্গী ছিলেন হারদিক পা-িয়া। কিন্তু আধাঘণ্টাও কাটাতে পারেননি এই অলরাউন্ডার। ২০৯ রানে ৬ উইকেট হারিয়ে ভারত তখন বড় বিপদের সামনে। কিন্তু কোহলি তো ছিলেন, সঙ্গীও পেয়ে গেলেন। কদিন আগেও বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার হিসেবে পরিচিত অশ্বিন নিজের হারানো সত্তা খুঁজে পেলেন। চার-ছক্কা না মেরেও যে আক্রমণাত্মক ব্যাট করা যায়, দ্রুত রান করা যায়, সেটাই দেখালেন কোহলি। উল্টো দিকে অশ্বিন অবশ্য চার মারায় কোন আপত্তি দেখেননি। কাগিসো রাবাদাকে এক ওভারেই তিন চার মেরেছেন, সেটাও টানা। তবে এমন চারের ঝড় বেশিক্ষণ টেকেনি। ৭ চারে ৩৮ রান করে আউট হয়ে গেছেন অশ্বিন। ততক্ষণেই অবশ্য ভারতের রান ২৮০। কারণ অন্য প্রান্তে অধিনায়ক তার কাজ সেরে নিয়েছেন। মাত্র ১০টি চারেই সেঞ্চুরি ছুঁয়েছেন কোহলি, তবু ১৪৬ বলের বেশি দরকার হয়নি ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি ছুঁতে। কোহলি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৫ রানে করেছেন ১৫৩ রান। ক্যারিয়ারের ২১ সেঞ্চুরির মধ্যে ১১টিই পেয়েছেন ম্যাচের দ্বিতীয় ইনিংসে। এ সেঞ্চুরিতেই হাশিম আমলাকে ছাড়িয়ে গেছেন কোহলি। সব ফরমেট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে দ্রুততম ৫৩তম সেঞ্চুরির রেকর্ড এখন ভারত অধিনায়কের। ৩৫৪তম ইনিংসেই ৫৩ সেঞ্চুরি কোহলির। আমলার ৫৩তম সেঞ্চুরি করতে ৩৮০ ইনিংস দরকার হয়েছিল। আরেকটি অর্জনের দেখা পেয়েছেন কোহলি। মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকায় টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। তার আগে এ কীর্তি ছিল শুধুই শচীন টেন্ডুলকরের। কেপটাউনে শচীনের ১৬৯ রানের ইনিংসটাও অবশ্য সেদিন ব্যর্থ হয়েছিল। কোহলি কি পারবেন দুর্ভাগ্য এড়াতে? জয় দিয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে? সময়েই তার উত্তর মিলবে।
×