ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ০৬:১৪, ১৪ জানুয়ারি ২০১৮

চান্দিমালের নেতৃত্বে শ্রীলঙ্কা টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে জিম্বাবুইয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডের পর দুই টেস্টের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। যথারীতি দিনেশ চান্দিমালের নেতৃত্বেই শনিবার সাদা পোশাকের দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ডের (এসএলসি) নির্বাচকম-লী। ওয়ানডের পর টেস্টও জায়গা করে নিয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস। এছাড়া দ্বীপ দেশটির ১৬ সদস্যের অভিজাত স্কোয়াডে ফিরেছেন দানুশকা গুনাথিলাকা, দুশমন্থ চামিরা ও লাহিরু কুমারা। নতুন মুখ আকিলা ধনঞ্জয়া। আর নতুন ‘ডেপুটি’ পেয়েছেন চান্দিমাল। অনেকদিন ধরে শ্রীলঙ্কার পেস আক্রমণকে নেতৃত্ব দেয়া সুরঙ্গা লাকমলকে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে। সর্বশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা ও বিশ্ব ফার্নান্দো। ছন্দ হারিয়ে ফেলায় ভারত সফরের দল থেকে বাদ পড়েছিলেন ২২ বছর বয়সী মেন্ডিস। গত বছর ঘরের মাটিতে ভারতের বিপক্ষেই কলম্বো টেস্টে ১১০ রানের ইনিংস খেলার পর তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডে খেলে একবারও চল্লিশের ঘর পর্যন্ত যেতে পারেননি। ডিসেম্বরে কলম্বো ক্রিকেট ক্লাবের হয়ে খেলা ১৭৭ রানের ইনিংস দলে ফিরিয়েছে প্রতিভাবান এই ব্যাটসম্যানকে। আর ২৪ বছর বয়সী অফস্পিনার ধনঞ্জয়াকে টেস্ট দলে এনেছে সীমিত ওভারের পারফর্মেন্স। বিয়ের পরদিন মাঠে নেমে ৫৪ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। গত জুনে একমাত্র টেস্ট খেলা গুনাথিলাকা দলে এসেছেন ভারত সফরে সামরাবিক্রমা তেমন একটা কিছু করতে না পারায়। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। টাইগারদের সাবেক গুরু চন্দিকা হাতুরাসিংহে এখন প্রতিপক্ষ শিবিরের প্রধান কোচ। গত বছর শ্রীলঙ্কা সফরে নিজেদের ঐতিহাসিক শততম টেস্টে তার অধীনেই প্রতিপক্ষকে হারিয়েছিল মুশফিকুর রহীমবাহিনী। সম্প্রতি এক সাক্ষাতকারে ক্যারিয়ারের স্মরণীয় ঘটনার উল্লেখ করে সেটিকে টেনে এনেছিলেন হাতুরা। আর ওই ম্যাচ হারের পর লঙ্কান ক্রিকেটে মৃত্যু ঘোষণা করেছিল দেশটির সংবাদ মাধ্যম। এরপর আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে (জয়) এবং ভারত সফরে তুলনামূলক ভাল দুটি সিরিজ কাটানো চান্দিমালরা নিশ্চয়ই এবার প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন। শ্রীলঙ্কা টেস্ট দল : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারতেœ, এ্যাঞ্জেলো ম্যাথুস, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিওয়েয়েলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল (সহ-অধিনায়ক), দিলরুয়ান পেরেরা, দুশমন্থ চামিরা, লক্ষ্মণ সান্দাকান, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গামাগে, লাহিরু কুমারা।
×