ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনশনে অসুস্থ ইবতেদায়ির শতাধিক শিক্ষক

প্রকাশিত: ০৫:০৯, ১৩ জানুয়ারি ২০১৮

অনশনে অসুস্থ ইবতেদায়ির শতাধিক শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ প্রচন্ড শীতের মধ্যে টানা আট দিন অবস্থান ধর্মঘটের পর চার দিন ধরে অনশন থেকে অসুস্থ হয়ে পড়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শতাধিক শিক্ষক। অনেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে বলছেন শিক্ষকরা। বেশ কয়েকজন শিক্ষক ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনশনস্থলে স্যালাইন দেয়া হচ্ছে অনেককেই। এ দিকে জাতীয়করণে সরকারের ঘোষণা না আসায় আগামীকাল থেকে আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকের একটি জোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত প্রাথমিক শিক্ষাস্তর ইবতেদায়ি এবং বেসরকারী এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দাবি পূরণের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা কর্মসূচী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চাকরি জাতীয়করণের দাবিতে শুক্রবার চতুর্থ দিনের মতো অনশন করছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তার আগে একই স্থানে তারা আট দিন ধরে পালন করেছেন অবস্থান ধর্মঘট। আন্দোলন করতে গিয়ে এ পর্যন্ত ১১০জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে সাতজন শিক্ষক চিকিৎসাধীন আছেন। অনশনস্থলে অসুস্থ হয়ে পড়ায় স্যালাইন দেয়া আছে ১৮ জনকে। এর বাইরে সুস্থ হওয়ায় ঢামেক থেকে ছাড়পত্র দেয়া হয়েছে তিন জনকে। বাকিরা অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছেন। জাতীয়করণে দাবিতে অনশনে যাচ্ছেন এমপিওভুক্তরাও ॥ জাতীয়করণের এক দফা দাবি পূরণে সরকারের কোন আশ্বাস না পেয়ে আগামীকাল থেকে অনশনে যাওয়া ঘোষণা দিয়েছে প্রেসক্লাবের সামনে তিন দিন ধরে অবস্থা নেয়া বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরাম। জাতীয়করণের এক দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন ফোরামের ডাকে আসা এমপিওভুক্ত শিক্ষকরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে এক সমাবেশে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন। বেসরকারী শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের নেতা নজররুল ইসলাম রনি জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (আজ) পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের টানা অবস্থান করবেন। রবিবার আমরণ অনশন শুরু করবেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কনকনে শীতের মধ্যেও প্রেসক্লাবের সামনে অবস্থান করেছেন। তৃতীয় দিন সকালে এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজেকুজ্জামান রতন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাইমুল আহসান জুয়েল। তারা অবিলম্বে শিক্ষদের এই যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। শিক্ষকরা তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
×