ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলনের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে॥ মওদুদ

প্রকাশিত: ০৫:০৮, ১৩ জানুয়ারি ২০১৮

আন্দোলনের মাধ্যমে  অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ আন্দোলনের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জিসাস আয়োজিত ‘আমাদের সংস্কৃতি ও জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, আমরা দেশে একদলীয় শাসক দেখতে চাই না। আমরা আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। অধিকার ফিরিয়ে আনতে চাই। আমরা আমাদের বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনতে চাই এবং সেটা আনার জন্যই আজকে এই আন্দোলন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন, নির্বাচনের প্রস্তুতি এবং আন্দোলনের প্রস্তুতি একসঙ্গে চলবে। দেশে আবার আন্দোলন কেন দরকার সে প্রসঙ্গে মওদুদ বলেন, আন্দোলন করা এই জন্য দরকার যে এ সরকার সমঝোতায় বিশ্বাস করে না। সরকার বিরোধী দলের সঙ্গে কোন শান্তিপূর্ণ সমঝোতায় বিশ্বাস তো করেই না বরং বিরোধীদলকে কিভাবে শেষ করতে হয়, সেই কাজে তারা বেশি নিয়োজিত। তাদের পুলিশের ট্রেনিং হলো কিভাবে বিরোধী দলকে শেষ করা যায়। সে জন্য আন্দোলনের প্রয়োজন, আন্দোলন ছাড়া কোন বিকল্প নেই। সরকার গণতন্ত্রের কবর রচনা করতে চায় -নোমান ॥ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা এখন অসহায় অবস্থায় রয়েছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্রের কবর রচনা করতে চায়। কারণ, সরকার মনে করে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। এই কারণে তারা বিএনপিকে ধ্বংস করতে চায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে ‘জাতীয় গণতান্ত্রিক মঞ্চ’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ করে নোমান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আলোচনা করব, প্রয়োজনে আন্দোলনও করব। আর এভাবেই আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উপরে সরকারকে যতই শক্তিশালী মনে হোক। আসলে তারা দুর্বল হয়ে গেছে। এর কারণে তারা আজ বাঁচতে চায়। তাই আমরা বলেছি, আসুন আলোচনা করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করি।
×