ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে নানি-নাতি হত্যা ॥ দুই আসামি ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৪:৩৫, ১৩ জানুয়ারি ২০১৮

সিদ্ধিরগঞ্জে নানি-নাতি হত্যা ॥ দুই আসামি  ৩ দিনের  রিমান্ডে

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকায় নানি-নাতিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি মাসুম ও মুক্তার হোসেনকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক মাহমুদের আদালতে ১০ দিনের রিমান্ড চেয়ে দুই আসামিকে আদালতে পাঠালে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরির্দশক (তদন্ত) নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নানি-নাতি হত্যাকা-ের ঘটনায় মাসুম ও মুক্তার হোসেনকে শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে মাসুম ও মুক্তারকে ১০ দিনের রিমা- চেয়ে নারায়ণগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক মাহমুদের আদালতে পাঠানো হলে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। গত ৭ জানুয়ারি নানা-নাতি হত্যার ঘটনায় আরেক আসামি আক্তার হোসেন ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আক্তার হোসেনের জবানবন্দীতে মাসুম ও মুক্তার হোসেনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে। পরে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গত ৪ জানুয়ারি নিখোঁজের ৫ দিন পর পাইনাদীর মধ্যপাড়াস্থ বাড়ির তালাবদ্ধ রুম থেকে পুলিশ নানি পারভিন আক্তার ও নাতি মেহেদী হাসানের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
×