ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশিত: ০৪:২৯, ১৩ জানুয়ারি ২০১৮

বাল্যবিবাহ থেকে রক্ষা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১২ জানুয়ারি ॥ সুজানগরের ইউএনওর হস্তক্ষেপে ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। জানা যায়, উপজেলার ভাঁয়না ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ মজিবর শেখের কন্যা ও স্থানীয় গোপালপুর আজগর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মোছা লীজা খাতুনের (১৪) সঙ্গে একই এলাকার মোঃ কাদের শেখের ছেলে খোকন শেখের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। সে অনুযায়ী বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন করে মেয়ের পরিবার । বাল্যবিয়ের বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে ইউএনও আসিফ মাহমুদ জানতে পেরে বিয়ে বন্ধ করতে নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) প্রমথ রঞ্জন ঘটক ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনীকে। পরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে তারা থানা পুলিশ সদস্যদের নিয়ে মেয়ের বাড়িতে গেলে মেয়ের বাড়িতে অবস্থান করা বরসহ বরযাত্রীরা দ্রুত পালিয়ে যান ।
×