ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারী ক্লিনিক হাসপাতাল কর্মচারীদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:১৪, ১১ জানুয়ারি ২০১৮

বেসরকারী ক্লিনিক হাসপাতাল কর্মচারীদের ন্যূনতম মজুরি  ঘোষণার দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বেসরকারী হাসপাতাল ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে কর্মরত শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম এক্সরে প্যাথলজি ও হেলথ ক্লিনিক কর্মচারী ইউনিয়ন। মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন নির্ধারণসহ শ্রম আইনের অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে সংগঠনটির পক্ষ থেকে বুধবার সকালে একটি স্মারকলিপি প্রদান করা হয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং কর্মসংস্থান সচিব বরাবরে। এর আগে লাল পতাকা ধারণ করে মিছিল সহকারে এসে শ্রম দফতরের সামনে একটি সমাবেশে মিলিত হন শ্রমিক কর্মচারীরা। নেতৃবৃন্দ বলেন, ব্যক্তিমালিকানাধীন স্বাস্থ্য সেক্টর একটি সেবাখাত হিসেবে দেশে প্রসার লাভ করেছে। ঢাকা ও চট্টগ্রামসহ সকল জেলা শহর এমনকি উপজেলা পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সেক্টর। চট্টগ্রাম জেলায় এ সেক্টরে অন্তত এক লাখ শ্রমিক কর্মচারী নিয়োজিত রয়েছে। প্রতিটি বড় বড় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শ্রমিক কর্মচারীর সংখ্যা অন্তত ৫শ। কিন্তু এদের জন্য নেই কোন ন্যূনতম মজুরি এবং সুযোগ-সুবিধা। অত্যন্ত স্বল্প বেতনে কর্মরতদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ন্যূনতম মজুরি না থাকায় মালিকরা যাকে যেমন পারে সেভাবেই বেতন দিয়ে থাকে। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, বোনাস, গ্র্যাচুয়িটি, সবেতন ছুটি, সাপ্তাহিক ছুটি কিছুই প্রদান করা হয় না। সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, ইউনিয়নের কার্যকরী সভাপতি সুজিত নাথ, সাধারণ সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সম্পাদক বনশ্রী বড়ুয়া, মিজানুর রহমান প্রমুখ।
×