ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, বিএনপির ভয়ের কারণ নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩১, ১০ জানুয়ারি ২০১৮

জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, বিএনপির ভয়ের কারণ নেই ॥ কাদের

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন রংপুরের মতই অবাধ ও সুষ্ঠু হবে। বিএনপির ভয় পাওয়ার কোন কারণ নেই। এ নিয়ে ফখরুল সাহেবরা ভয় পাচ্ছেন কেন তা আমার বোধগম্য নয়। নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় বিএনপি এসব আবল-তাবল বকছে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন এ বছরই হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলে শীতার্ত মানুষদের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিলুপ্ত ছিটমহল অধিবাসীদের তিনি বলেন, শেখ হাসিনা মানুষের কষ্ট নিয়ে রাজনীতি করেন না। তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন কোন লোক কষ্ট করবে না। শেখ হাসিনা সরকার বিলুপ্ত ছিটমহলবাসীদের স্বাধীন দেশের নাগরিক করেছেন। এই শীত ৫০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। শীতের শুরুতেই এই জেলায় ২৮ হাজার কম্বল পৌঁছেছে। আরও সাড়ে ৫ হাজার কম্বল এবং ১১ লাখ টাকা পঞ্চগড়ের মানুষের জন্য নিয়ে এসেছি। আপনাদের কথা ভেবেই প্রধানমন্ত্রী এই কম্বল দিয়ে পাঠিয়েছেন। এখানেই শেষ নয়, তিনি যতদিন থাকবেন ততদিন সাহায্য পাবেন। তিনি বলেন, এবারের শীত ৭০ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এই শীতে বিএনপি কোথায়? তারা আসবেন ফটোসেশন করতে। কক্সবাজারে আর উত্তরাঞ্চলের বন্যায় বিএনপি মহাসচিব শুধুই ফটোসেশন করেছিলেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কথামালার রাজনীতি করে, আর আওয়ামী লীগ কাজের রাজনীতি করে। আমরা এসেছি শীতার্তদের জন্য কম্বল নিয়ে। আমরা কাজ দেখিয়ে ভোট নিতে চাই। শীতার্তদের মাঝে এই কম্বল ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সুজন নাজুমল হক প্রধান এমপি প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত স¤্রাট উপস্থিত ছিলেন। তিনি শীতার্তদের একটি করে কম্বল এবং নগদ দুই শ’ টাকা প্রদান করেন। পরে তিনি বোদা হাইস্কুল মাঠে কম্বল বিতরণ শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দেন। এই বিতরণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে সদর উপজেলার হাফিজাবাদ, অমরখানা এবং হাড়িভাসা ইউনিয়নসহ বোদা পৌরসভা এলাকার সাড়ে ৫ হাজার শীতার্তের প্রত্যেককে একটি করে কম্বল এবং নগদ ২০০ টাকা করে প্রদান করা হবে। সংলাপের দরজা বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে ॥ বিএনপি বারবার সংলাপের কথা বলে কিন্তু সংলাপের দরজা তো বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে- এমনটি উল্লেখ করে আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কি গণতন্ত্রে বিশ্বাস করে? তারা কি সুস্থ রাজনীতি করে? তারা এত অশালীন যে দেশের প্রধানমন্ত্রীকে তারা অপমান করেছে। সন্তানহারা মা খালেদা জিয়াকে সান্ত¡না দিতে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় তারা বাহিরে রেখে গেট বন্ধ করে দিয়েছিল। যারা প্রধানমন্ত্রীর সাথে এমনটি করতে পারে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ হতে শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্দোলনের বিষয় নিয়ে তিনি হাস্যরস করে বলেন, কবে হবে আন্দোলন, দেখতে দেখতে ৯ বছর, আন্দোলন হবে কোন বছর। আন্দোলন করে সরকারের পতন করবেন তো সে আন্দোলন কবে হবে। ‘মরা গাঙ্গে জোয়ার আসে না’। ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, যারা মানুষের কাছ থেকে কাজ করে দেয়ার বিনিময়ে ঘুষ খায় তাদের নির্বাচনে মনোনয়ন না দেয়া হবে না। তিনি বলেন, ‘যেসব ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগে টাকা নেয়, পুলিশ কনস্টেবল নিয়োগে গরিব লোকদের নিকট টাকা খায় তাদের মনোনয়ন দেয়া হবে না।’ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে ‘মানবতার পাশে মানবতার মা’ এই স্লোগান সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল ও নগদ ২শ’ টাকা করে ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
×