ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:০৫, ১০ জানুয়ারি ২০১৮

শেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ জানুয়ারি ॥ ঘুমন্ত স্ত্রীকে দেশীয় অস্ত্র ‘গারো দা’ দিয়ে জবাই করে হত্যার দায়ে সোহেল রানা (৩৭) নামে এক হন্তারক স্বামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহউদ্দিন আসামির উপস্থিতিতে ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত সোহেল রানা শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে। ঘটনার পর থেকেই সে জেলহাজতে রয়েছে। আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠা-ু মৃত্যুদণ্ডের রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, রায়ে একইসাথে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে তিনি ওই রায়ে সন্তেুাষ প্রকাশ করে জানান শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের সোহেল রানার সাথে একই উপজেলার নবীনপুর গ্রামের আফরোজ আলীর মেয়ে আফরোজার বিয়ে হয়। প্রায় ৬ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘরে ২ সন্তান জন্ম নেয়। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়া সোহেল রানা স্ত্রী আফরোজাকে নির্যাতন করত। এরই এক পর্যায়ে ২০১১ সালের ২৭ আগস্ট স্ত্রীকে নিয়ে সোহেল রানা শ্বশুরবাড়ি বেড়াতে যায়।
×