ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থী ঠিক করতে খালেদার বৈঠক

প্রকাশিত: ০৮:০৮, ৯ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তর সিটি নির্বাচনে প্রার্থী ঠিক করতে খালেদার বৈঠক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে এখন পর্যন্ত কাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছেন, তা সোমবার রাত একটা পর্যন্ত জানা যায়নি। সোমবার রাতে গুলশানে নিজের কার্যালয়ে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠক সূত্রে আরও জানা গেছে, উপ-নির্বাচনে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। প্রার্থী নির্বাচনের ভার থাকছে খালেদা জিয়ার হাতেই। প্রসঙ্গত, আনিসুল হকের মৃত্যুর কারণে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোট হচ্ছে। তিন বছর আগের এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল প্রার্থী ছিলেন। যদিও বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপ-নির্বাচনের জন্য তাদের দলীয় নেতা সেলিম উদ্দিনকে নিয়ে প্রচার চালাচ্ছেন। বিএনপিকে না জানিয়েই জামায়াতের এমন প্রচারণার মধ্যেই সোমবার রাতে বৈঠকটি অনুষ্ঠিত হলো। যদিও নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোর কারণে জামায়াত দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে কোন নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির অনেক নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। বৈঠকে ২০ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
×