ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য দূরীকরণে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে

প্রকাশিত: ০৬:২২, ৯ জানুয়ারি ২০১৮

দারিদ্র্য দূরীকরণে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্রদের উন্নয়নে গৃহীত কর্মসূচীসমূহ তাদের আতœপরিচয়, ব্যক্তিত্ব ও সামাজিক সম্পর্কের বিকাশ ঘটাতে সহায়তা করে। রবিবার আগারগাঁও-এর পিকেএসএফ ভবনে আয়োজিত সেমিনারে একথা বলা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ব্র্যাক ও ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (আইডিএস) যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এখানে সভাপতিত্ব করেন পিকেএসএফ সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ, স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম ও ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী। সেমিনারে ‘এ্যাড্রেসিং সাইকোলজিকাল ওয়েলবিয়িং: ডাস ইট ম্যাটার ফর এক্সট্রিম পোভার্টি প্রোগ্রামস?’ শীর্ষক একটি গবেষণার ফলাফল তুলে ধরা হয়। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মার্টিন গিলি-এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ১৮০০ অতিদরিদ্র সদস্যের মানসিক সুস্বাস্থ্য পরিমাপ করা হয়। কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, দারিদ্র্য বিমোচনে গৃহীত কর্মসূচীসমূহে অনেক ক্ষেত্রেই লক্ষিত জনগোষ্ঠির মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতে তেমন একটা গুরুত্ব দেয়া হয় না। এই গবেষণাটি উন্নয়ন ভাবনায় একটি দিগন্ত উন্মোচিত করেছে। আবদুল করিম বলেন, নতুন কিন্তু সময়োপযোগী এই গবেষণা পরিচালনা একটি প্রশংসনীয় উদ্যোগ। আহমেদ মুশতাক রাজা চৌধুরী বলেন, প্রচলিত উন্নয়ন কর্মসূচীসমূহকে সম্পূর্ণ নতুন আলোয় দেখার চেষ্টা করা হয়েছে এই গবেষণাতে। উন্নয়ন গবেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পিকেএসএফ-এর উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত উন্নয়নকর্মীবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।
×