ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমানতকারীদের টাকা ফেরতে সরকারের হস্তক্ষেপ চায় টিআইবি

প্রকাশিত: ০৬:২২, ৯ জানুয়ারি ২০১৮

আমানতকারীদের টাকা ফেরতে সরকারের হস্তক্ষেপ চায় টিআইবি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের (বিসিসিটিএফ) ৫০৮ কোটি টাকাসহ বিভিন্ন আমানতকারীদের টাকা ফেরতে সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রাণালয়ের দ্রুত হস্তক্ষেপ চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ফারমার্স ব্যাংকের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে সোমবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিল ছাড়ে বিলম্ব হলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও জনগোষ্ঠীর ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এছাড়া জলবায়ু তহবিলটি পরিচালনায় সংশ্লিষ্ট সব অংশীজনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত এবং তহবিলের অর্থ বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও অনুসরণের আহ্বান জানায় টিআইবি। ড. জামান বলেন, তারল্য সঙ্কটের প্রেক্ষিতে ফারমার্স ব্যাংকের প্রতিদিনই বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠান তাদের অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। ঋণ জালিয়াতিসহ ব্যাংকটির লাগামহীন অনিয়ম ও দুর্নীতির বোঝা গ্রাহকদের কাঁধে চাপিয়ে দেয়া কোনভাবেই যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি আরও বলেন, শুধু পরিচালনা পর্ষদ পুনর্গঠন বা ব্যাবস্থাপনার পরিবর্তন যথেষ্ট নয়। সার্বিকভাবে ব্যাংকিং খাতের স্বার্থে প্রাক্তন পরিচালনা পর্ষদসহ ওই ব্যাংকের শীর্ষ উদ্যোক্তাদের মধ্যে যারা এ উদ্বেগজনক সঙ্কটের জন্য দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
×