ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এখন থেকে আর প্লট নয় রাজধানীতে ৮৫ হাজার ফ্ল্যাট হবে ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৭, ৮ জানুয়ারি ২০১৮

এখন থেকে আর প্লট নয় রাজধানীতে ৮৫ হাজার ফ্ল্যাট হবে ॥ পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বসবাসকারী নাগরিকদের সবার মাঝে আবাসন নিশ্চিত করতে প্লট বরাদ্দ কার্যক্রম বন্ধ করে দিয়ে প্রায় ৮৫ হাজার ফ্ল্যাট তৈরির ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে সবার জন্য আবাসন স্লোগান নিশ্চিত করতে এই ফ্ল্যাট প্রকল্পের মাধ্যমে রাজধানীবাসীকে বসবাসের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি। তাই এখন থেকে উঁচু বিল্ডিং নির্মাণ করে সবার বসবাসের ব্যবস্থা করা হবে। রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে যে সকল বরাদ্দ গ্রহীতা ৪র্থ কিস্তি পর্যন্ত পরিশোধ করেছেন তাঁদের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি নম্বর প্রদান করা হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের ২ হাজার ৬ শত ২১ জন প্লট বরাদ্দ গ্রহীতাকে লটারির মাধ্যমে ফ্ল্যাটের আইডি নম্বর প্রদান করে রাজউক। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ দবিরুল ইসলাম এমপি, একেএম ফজলুল হক এমপি, নূর ই হাসনা লিলি এমপি, গৃহায়ন ও গণপূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজউক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। মন্ত্রী বলেন, রাজধানীর ঝিলমিল প্রকল্পে আরও ১৪ হাজার ৫শ’ এবং পূর্বাচল প্রকল্পে ৭০ হাজার ফ্ল্যাট নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি বলেন, বস্তিবাসী স্থানীয় মাস্তানদের টাকা দেয়। অবৈধ ভাবে গ্যাস, বিদ্যুত সংযোগ নেয়। এসব কাজে যে পরিমাণ টাকা খরচ হয়। তার থেকে কম টাকা খরচ হবে রাজউকের বিল্ডিংয়ে বসবাস করতে। প্রথমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ২৫ বছর মেয়াদি ৮ দশমিক ৫ শতাংশ সুদে লোন নিয়ে ফ্ল্যাটের মূল্য পরিশোধ করার সুযোগ পাবেন। এসব ফ্ল্যাটে ৩ বেড রুম, একটি লিভিং রুম, একটি ডাইনিং রুম, একটি ফ্যামিলি লিভিং, ৪ বারান্দা, ৪ টয়লেট ও কিচেন রয়েছে। এ ছাড়া ২০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন উন্নতমানের দু’টি লিফট রয়েছে। ভবনে একটি প্রধান সিঁড়ি ও দু’টি অগ্নিনির্বাপক সিঁড়ি রয়েছে। প্রকল্পের ‘এ’ ব্লকের প্রতিটি ভবনে একটি বেজমেন্ট, গ্রাউন্ড ফ্লোর ও ১৪টি ফ্লোর রয়েছে। প্রতিটি ভবনে ৮৪টি ফ্ল্যাট রয়েছে। বর্তমানে স্বল্পসংখ্যক ফ্ল্যাট বরাদ্দের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদনের মেয়াদ ২৯ মার্চ পর্যন্ত রয়েছে। ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ধরা হয়েছে ৪৮০০ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, উত্তরা এ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘এ’ ব্লকে ১৮ নং সেক্টরে ১৬৫৪ বর্গফুট আয়তনের মোট ফ্ল্যাট সংখ্যা ৬ হাজার ৬শ’ ৩৬টি। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হয়েছে ৫ হাজার ৬শ’ ১৪টি। ফ্ল্যাটগ্রহীতা চার কিস্তি টাকা পরিশোধ করেছেন ১ হাজার ৮শ’ ৩২ জন। এর মধ্যে হস্তান্তর উপযোগী ৮৪০টি ফ্ল্যাটের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩টি ফ্ল্যাট আইডিএসএ গেমসে স্বর্ণজয়ী তিনজনকে প্রদান করা হয়েছে। বাকি ৮শ’ ৩৭টি ফ্ল্যাটের আইডি গত বছরের ১০ সেপ্টেম্বর ১ম লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে। স্বাগত বক্তব্যে রাজউক চেয়ারম্যান মোঃ আবদুর রহমান বলেন, এক সময় মানুষ শঙ্কায় ছিলেন কোনো দিন তারা ফ্ল্যাট পাবে কি না। সেই শঙ্কা এখন কেটে গেছে। এবার যারা ফ্ল্যাট পাবেন না তাদের ভয়ের কিছু নেই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে যারা চার কিস্তি টাকা পরিশোধ করবেন তারা মার্চের প্রথম সপ্তহে ফ্ল্যাট বুঝে পাবেন। জনাব রহমান বলেন, উত্তরা এপার্টমেন্ট এর সকল রাস্তার টেন্ডার হয়ে গেছে। শীঘ্রই রাস্তা নির্মাণ হয়ে যাবে। এছাড়া এ প্রকল্পের যোগাযোগ সহজ করার জন্য উত্তরা জসিমউদ্দিন সড়কের সঙ্গে সংযোগ দেয়া হবে এবং মিরপুরের সঙ্গেও যোগাযোগের ব্যবস্থা করা হবে। রাজউক চেয়ারম্যান বলেন, পূর্বাচল প্রকল্পের ভেতরে মেট্রোরেলের কাজ চলছে। যা উত্তরা প্রকল্পের মধ্য দিয়ে যাবে। এখানে নিত্যপ্রয়োজনীয় আর কি কি দরকার এ বিষয়ে ফ্ল্যাটের মালিকদের জানানোর অনুরোধ জানান রাজউক চেয়ারম্যান।
×