ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের অভিযোগ

প্রকাশিত: ০৪:৩২, ৮ জানুয়ারি ২০১৮

 বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে পাচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মুক্তা বাড়ৈকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর পিতা উপজেলার বিশারকান্দি ইউনিয়নের কলাভিটা গ্রামের রনজিৎ বাড়ৈ বাদী হয়ে একই গ্রামের নির্মল ম-ল (২১), সজিব ম-ল (১৯), শৈশব বাড়ৈ (২১) ও রিতা হালদারকে (২৫) আসামি করে এ মামলা দায়ের করেছেন। জানা গেছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর সকালে মুক্তা বাড়ৈ স্কুলে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা তাকে (মুক্তা) ভারতে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরে যশোর মানবকল্যাণ সংস্থার মাধ্যমে ওই ছাত্রীর পরিবার জানতে পারেন মুক্তা বাড়ৈ ভারতের সুকন্যা হোমে রয়েছে। এ প্রসঙ্গে থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আসামিদের গ্রেফতার ও পাচার হওয়া ওই ছাত্রীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
×