ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে অবরোধ

প্রকাশিত: ০৪:২৬, ৮ জানুয়ারি ২০১৮

 মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে অবরোধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে দ্বিতীয় দিনের মতো সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ বিচ্ছিন্ন ঘটনার মধ্যে শেষ হয়েছে। কেন্দ্রীয় নেতা মিঠুন চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও শনিবারের অবরোধ চলাকালে পিকেটারদের উপর হামলার প্রতিবাদে সংগঠনটি এ সড়ক অবরোধের ডাক দেয়। টানা দুই দিনের অবরোধে খাগড়াছড়ি জেলা অচল হয়ে পড়ে। আটকা পড়ে সহ¯্রাধিক পর্যটক। অবরোধের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া খাগড়াছড়ি-পানছড়ি সড়কে টমটম ভাংচুর ও আগুন দেয়ার খবর পাওয়া গেছে। অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল। অপ্রীতিকর ঘটনার শঙ্কায় নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। শনিবার ইউপিডিএফ’র সকাল-সন্ধ্যা অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ, জেলার বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও মোটরসাইকেলে আগুনসহ বিছিন্ন ঘটনা ঘটে। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
×