ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব গেমসের ২১ ক্রীড়াদূত

প্রকাশিত: ০৬:৪৭, ৭ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ যুব গেমসের ২১ ক্রীড়াদূত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ বাংলাদেশ যুব গেমস উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) কর্তৃক ২১ দেশবরেণ্য ক্রীড়াবিদকে সম্মানিত করার লক্ষ্যে স্পোর্টস এ্যাম্বাসেডর হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। যারা আগামী ৮-১৩ জানুয়ারি পর্যন্ত যুব গেমসের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে উপস্থিত থেকে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করবেন। এ উপলক্ষে শনিবার অলিম্পিক ভবনে স্পোর্টস এ্যাম্বাসেডরদের সম্মানে একটি চা-চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ যুব গেমসের স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব আশিকুর রহমান মিকু। ২১ দেশবরেণ্য ক্রীড়াবিদ হলেন : চট্টগ্রাম বিভাগে মামুনুল ইসলাম (জাতীয় ফুটবল দলের অধিনায়ক), আতিকুর রহমান (সাবেক জাতীয় শূটার), সাবরিনা সুলতানা (সাবেক জাতীয় শূটার), ফজলে সাদাঈন খোকন (স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়); রাজশাহী বিভাগে পান্না ঘোষ (জাতীয় ক্রিকেট ও ভলিবল খেলোয়াড়), মাবিয়া আক্তার সীমান্ত (জাতীয় ভারোত্তোলক); ঢাকা বিভাগের ইমতিয়াজ সুলতান জনি (সাবেক জাতীয় ফুটবলার), কামরুন নাহার হিরু (সাবেক জাতীয় জুডোকা), গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (আন্তর্জাতিক দাবাড়ু); খুলনা বিভাগে শেখ মোঃ আসলাম (সাবেক জাতীয় ফুটবল তারকা), জোবেরা রহমান লিনু (সাবেক জাতীয় টেবিল টেনিস তারকা), মাহফুজা খাতুন শিলা (জাতীয় সাঁতারু); রংপুর বিভাগে শামীমা সাত্তার মিমু (জাতীয় এ্যাথলেট), আব্দুল জলিল (সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়), জিয়াউর রহমান (সাবেক জাতীয় কাবাডি খেলোয়াড়), জাকারিয়া পিন্টু (স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক); বরিশাল বিভাগে জতীন দাস (সাবেক জাতীয় সাঁতারু ও এ্যাথলেট); ময়মনসিংহ বিভাগে সাইফুল ইসলাম (সাবেক জাতীয় ক্রিকেটার), আমিন রানা (জাতীয় ফুটবলার) এবং সিলেট বিভাগে কায়সার হামিদ (সাবেক জাতীয় ফুটবলার) এবং অনারারী ক্যাপ্টেন মোস্তাক আহমেদ (সাবেক এ্যাথলেট)।
×