ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে সংঘর্ষের ৩দিন পর নিখোঁজের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:২৬, ৭ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে সংঘর্ষের ৩দিন পর নিখোঁজের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ মানিক কাজীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষের ৩ দিন পর শনিবার দুপুরে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামের মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা ছিলেন। মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা বলেন, বুধবার মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর নিখোঁজ হয় মানিক। তিনদিন পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হলো। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মেঘনায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার ॥ সন্ধান মেলেনি নৌ পুলিশের স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ৩ দিনের মাথায় ডুবে যাওয়া নৌ পুলিশের ট্রলারটি উদ্ধার হলেও এখনও সন্ধান মেলেনি নিখোঁজ নৌ পুলিশ কনস্টেবল ইব্রাহীমের (৫৭)। শনিবার দুপুর ২টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর পূর্বে গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সীমানাধীন মেঘনা নদীর কালিপুরা এলাকায় বাল্কহেড ও ড্রেজারের ধাক্কায় নৌ পুলিশর টহল ট্রলার ডুবে চর আব্দুল্লাপুর নৌ-পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইব্রাহীম নিখোঁজ হন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায়। ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন কর্মকর্তা আল মাসুদ জানান, শনিবার দুপুরে ট্রলারটির সন্ধান মিললেও ভেতরে ইব্রাহীমের মরদেহ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ইব্রাহীম ডুবে মারা গেলেও তার লাশ ¯্রােতের টানে বহুদূরে চলে গেছে।
×