ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে প্রগতির সাত শ্রমিক সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২৫, ৭ জানুয়ারি ২০১৮

সীতাকুণ্ডে প্রগতির সাত শ্রমিক সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৬ জানুয়ারি ॥ কক্সবাজার গিয়ে মারামারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান সীতাকু-ে অবস্থিত প্রগতির সাত শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কারখানা কর্তৃপক্ষ। সিবিএ ও নন সিবিএ দু’পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন, নন সিবিএ’র সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্ল্যাহ, সদস্য মোঃ সালাউদ্দিন, মোঃ মামুন, এমরান হোসেন ও মোঃ সিরাজ, সিবিএ সদস্য সাহিজুল আলম নিপ্পন ও আবুল হাশেম।জানা গেছে, গত ২৮ ডিসেম্বর প্রগতির বার্ষিক পিকনিকে দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী কক্সবাজার যান। পরদিন মোটেল উপলে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সিবিএর কার্যকরী সভাপতি রফিক উপস্থিত নন সিবিএ’র নেতাকর্মীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিবিএ সভাপতি আতিকের নির্দেশে সিবিএ সদস্য নিপ্পন, হাশেমসহ তার অনুসারী নেতাকর্মীরা নন সিবিএর লোকজনের ওপর হামলা চালায়। এতে নন সিবিএর কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় সাত জনকে কারণ দর্শানোর পাশাপাশি সাময়িক বরখাস্ত করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়োগে অগ্রাধিকার দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর প্রতিষ্ঠা এবং আধুনিকায়নের জন্য ভূমি হুকুম দখলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরিতে নিয়োগের দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত নাগরিক অধিকার ফোরাম। শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ফোরাম নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর, ইপিজেড এবং পতেঙ্গা অঞ্চলে ভূমি অধিগ্রহণের ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পিতৃ পুরুষের জায়গাতেই গড়ে উঠেছে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠান। সে সময় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে, বন্দরসহ এ সকল প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় ক্ষতিগ্রস্তরা অগ্রাধিকার পাবে। স্থানীয় সে প্রতিশ্রতি রক্ষা করা হয়নি। তারা বলেন, স্থানীয় মুক্তিযোদ্ধাদের সন্তানদের বন্দরের সকল নিয়োগে কোটার বাইরেও অগ্রাধিকার দিতে হবে। বন্দরে নিয়োগের সকল পরীক্ষা চট্টগ্রামেই নিতে হবে। কোন অজুহাতেই এ পরীক্ষা চট্টগ্রামের বাইরে নেয়া যাবে না। বন্দরে সকল নিয়োগে ঘুষ দুর্নীতি বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উপস্থিত ছিলেন হারুন অর রশীদ, আবদুল মান্নান, হাসান মুরাদ, হাজী মোঃ হাসান, ইসকান্দার মিয়া, মোঃ ইলিয়াছ, শারমিন ফারুক, মোঃ ইউনুছ।
×