ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে দুই নিরাপত্তা কর্মী খুন

প্রকাশিত: ০৬:২৩, ৭ জানুয়ারি ২০১৮

ধামরাইয়ে দুই নিরাপত্তা কর্মী খুন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ জানুয়ারি ॥ ধামরাইয়ে একটি পরিত্যক্ত কেমিক্যাল ও পানি ফ্যাক্টরির ভেতরে দুই নিরাপত্তাকর্মীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় বালা মোল্ল্যা নামের ওই ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার ভোর রাতে ধামরাই থানাধীন সুতিপাড়া ইউনিয়নের ভাটারখোলা এলাকায় পরিত্যক্ত ‘এলিট পুটিং এ্যান্ড কেমিক্যাল কোম্পানি’র ভেতরে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতে ওই পরিত্যক্ত কারখানার ভেতরে রাজা মিয়া, শহিদ মিয়া ও বালা নামের তিনজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিল। রাতে ওই কারখার ভেতরে ১০/১২ সদস্যের একদল ডাকাত প্রবেশ করে নিরাপত্তাকর্মী রাজা (৫৫) কুপিয়ে ও শহিদ (৩৫) কে জবাইকে করে হত্যা করে। এ সময় অপর নিরাপত্তাকর্মী বালা মোল্লা প্রাণে বেঁচে যান। দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত দু’ জনের লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ডাকাতরা কোন মালামাল লুট করেনি বলে জানা গেছে। নিহত দু’ জন ওই কারখানায় ভেতরেই বাস করত। এ ঘটনায় দুপুরে ওই কারখানা থেকে বালা মোল্ল্যাকে আটক করে পুলিশ।ওই পরিত্যাক্ত কারখানার এমডি মোস্তফা কামাল বলেন, কি কারণে ডাকাতরা তাদেরকে হত্যা করেছে বিষয়টি আমাদের জানা নেই। শেরপুরে শিশু ও যুবক নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, পৃথক ঘটনায় এক শিক্ষক দম্পতির শিশু সন্তান তাহমিদ (৪) ও ময়নাল মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার দুপুরে ওই দুটি খুনের ঘটনা ঘটে। শিশু খুনের ঘটনায় প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল উদ্দিনের স্ত্রী শিরিনা আক্তার (৪৫) ও তার বুদ্ধিপ্রতিবন্ধী ছেলে রিয়াজ উদ্দিন (১২) কে আটক করেছে পুলিশ। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে শিশু তাহমিদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সূত্র জানায়, শনিবার সকালে জেলা শহরের সজবরখিলা মহল্লার বাসিন্দা এবং চেঙ্গুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মালেক রতন ও খড়খরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জহুরা খাতুন তাদের ৩ সন্তান রাফি, তাওহীদ ও তাহমিদকে বাড়িতে রেখে স্ব-স্ব স্কুলে চলে যান। এরপর সকাল ১০টার দিকে যমজ তাওহীদ-তাহমিদকে নিয়ে তাদের বড় ভাই রাফি বাড়ির পাশের মাঠে খেলছিল। কিছুক্ষণ পর রাফি বাসার গেটের সামনে দুই ভাইকে রেখে পাশের দোকানে চলে গেলে সকাল ১১টার দিকে প্রতিবেশী সাবেক সেনা সদস্য হেলাল মিয়ার বাউন্ডারি ওয়ালের তারকাটার ওপর ভেজা কাপড়ে আটকে থাকা তাহমিদকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে আত্মীয়-স্বজন ছুটে গিয়ে তাহমিদকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরে একাধিক জখম রয়েছে। এদিকে একই দিনে দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে বোরো ক্ষেত নিয়ে চাচাত-জ্যাঠাতো ভাইদের মধ্যে দ্বন্দে¦র জের ধরে স্থানীয় ডুলু মুন্সীর ছেলে রুবেল তার চাচাত ভাই ময়নাল উদ্দিনকে বল্লম মেরে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত ময়নালকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ময়নাল পূর্ব সাতপাকিয়া গ্রামের লালু মিয়ার ছেলে। ওই ঘটনায় আহত ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, শ্রীপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’নারীকে আটক করেছে। নিহতের নাম আব্দুস সাহিদ (৪০)। সে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে। সাহিদ বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করত। আদমদীঘিতে শাশুড়ি নিজস্ব সংবাদদাতা সান্তাহার থেকে জানান, বগুড়ার আদমদীঘিতে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফিরে না পেয়ে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়ি মরিয়ম বেওয়াকে (৬৫) হত্যার করা হয়েছে। এ ঘটনায় জামাই শফিকুল ইসলামকে পুলিশ আটক করেছে। জানা গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার মিনাজবাজার গ্রামের মৃত নুর রহমানের মেয়ে মনোয়ারা বিবির সঙ্গে কুড়িগ্রাম জেলার উলিপুরের পুরান্তপুর গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে ৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বিভিন্ন চালকলের চাতালে পৃথকভাবে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল। নিহতের মেয়ে মনোয়ারা বিবি জানায়, স্বামী শফিকুল ইসলামের সঙ্গে তার বনিবনা না হওয়ায় গত ৩/৪ সপ্তাহ পূর্বে তিনি স্বাীকে তালাক দেন। শুক্রবার সন্ধ্যায় শফিকুল ইসলাম তার স্ত্রী মনোয়ারা বিবিকে মোবাইল ফোনে দেখা করতে বলে। কিন্তু সে রাজি না হলে তার বড় ধরনের বিপদ হবে বলে হুমকি প্রদান করে মোবাইল ফোন কেটে দেয়। এর পর শুক্রবার রাতেই জামাই শফিকুল ইসলাম উপজেলা সদরের ডহরপুর এলাকার আনন্দ কু-ুর চাতালে শাশুড়ি মরিয়ম বেওয়ার শয়নঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু ঘটে। সিদ্ধিরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী সারোয়ার মিয়া ও তার তিন হেলপারকে আটক করেছে। নিহত আসমা আক্তার নাটোরের কাঁঠালবাড়ি এলাকার নাসিরউদ্দিনের মেয়ে। আসমা আক্তারের স্বামী সারোয়ার মিয়া টাইলস মিস্ত্রি। স্বামী-স্ত্রী দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে গৃহবধূ আসমা আক্তার নিখোঁজ ছিল। শনিবার সকাল ৯টায় গৃহবধূর লাশ একই এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। নাটোরে এক ব্যক্তি নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে মহাসড়কের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ৮নং ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা লোহার রড উদ্ধার করা হয়েছে।
×