ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা কালকিনিতে দুই আওয়ামী লীগনেতাকে পিটিয়ে আহত

প্রকাশিত: ০৫:১২, ৬ জানুয়ারি ২০১৮

মাদক বিক্রিতে বাধা কালকিনিতে দুই আওয়ামী লীগনেতাকে পিটিয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৫ জানুয়ারি ॥ মাদক বিক্রিতে বাধা দেয়ার জের ধরে মাদারীপুরের কালকিনিতে সাইলু মোল্লা (৪৫) ও জুলহাশ মোল্লা (২৬) নামের দুই আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে স্থানীয় মাদক বিক্রেতা। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মামলার বিবরণী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার চরপালরদি গ্রামের সিরাজ ঘরামীর ছেলে সাইফুল ঘরামী তার লোকজন নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন ধরনের মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু তাদের এ মাদক ব্যবসায় বাধা প্রদান করেন ওই এলাকার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদ সাইলু মোল্লা ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলহাশ মোল্লা। এতে ক্ষিপ্ত হয়ে সাইফুল ঘরামীর নেতৃত্বে ইউসুফ ঘরামী ও বাবুসহ ৫/৬জন মিলে ওই দুই নেতাকে বুধবার রাতে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
×