ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে পাতাল মার্কেটে অগ্নিকান্ড

প্রকাশিত: ০৫:১০, ৬ জানুয়ারি ২০১৮

গুলিস্তানে পাতাল মার্কেটে অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানে পাতাল মার্কেটে অগ্নিকান্ড, মিরপুরের একটি বাড়ি থেকে পড়ে ষাটোর্ধ বয়সী এক পুরুষের মর্মান্তিক মৃত্যু এবং র‌্যাবের অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী আর চার হাজার পিস ইয়াবাসহ আরেক ব্যবসায়ী ডিবির হাতে গ্রেফতারের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটার দিকে গুলিস্তান পাতাল মার্কেটে আগুন লাগে। সাপ্তাহিক ছুটির কারণে মার্কেটটি বন্ধ ছিল। তবে ভেতরে উন্নয়নমূলক কাজ চলছিল। বেলা চারটার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশকিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণে মার্কেটের আশপাশে প্রায় দেড়ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় মানুষকে তেমন ভোগান্তি পোহাতে হয়নি। তবে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এদিকে শুক্রবার সকালে মিরপুরে একটি নির্মাণাধীন বাড়ি থেকে পা পিছলে পড়ে গোলাম মোস্তফা (৬১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের ছেলে রায়হান ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে সাংবাদিকদের জানান, নবনির্মিত ছয়তলা বাড়ির কাজ দেখতে গিয়ে পা পিছলে পড়ে গেলে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে একটি মোটরসাইকেলে রাখা তেলের ট্যাঙ্কের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ স্বপন (৩০) নামে এক ব্যবসায়ী র‌্যাব-২ এর হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার দুপুরে র‌্যাব-২ জানায়, ওই ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করত। তার মতো আরও এমন ব্যবসায়ী রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ থেকে চার হাজার পিস ইয়াবাসহ মাইনুল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাইভেটকারে মাইনুল ইয়াবা সরবরাহ করত। গাড়িটি জব্দ করা হয়েছে।
×