ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

ভৌতিক কাহিনীর ছবি

প্রকাশিত: ০৬:৩৫, ৪ জানুয়ারি ২০১৮

ভৌতিক কাহিনীর ছবি

ভৌতিক কাহিনীর ব্যাপারে সবার আগ্রহ, কৌতূহল থাকে বেশি। সাধারণত হরর গল্পের বই কিংবা সিনেমা, নাটক, টিভি সিরিজ পড়তে এবং দেখতে চায় সবাই। হলিউডে হরর মুভি নির্মাণ করে অনেকেই বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন। হলিউডের দেখাদেখি আজকাল বলিউডেও হরর ধাঁচের সিনেমা নির্মাণের ভিন্ন একটি ধারা সৃষ্টি হয়েছে। আর বলিউডে হরর ধাঁচের সিনেমা নির্মাণে গত দেড় দশকে অগ্রণী ভূমিকা পালন করছেন বিক্রম ভাট। তার পরিচালনায় নির্মিত হরর ধাঁচের অনেক হিন্দি সিনেমা বক্স অফিসে বড় ধরনের সাফল্যের চমক দেখিয়েছে। বিক্রম ভাটকে এখন বলিউডে হরর সিনেমার নির্ভরযোগ্য সফল চিত্রনির্মাতা বিবেচনা করা হয়। তার পরিচালনায় নির্মিত রাজ, সিক্যুয়ালের সিনেমাগুলো দর্শকদের আবিষ্ট করে রেখেছে অনেক দিন ধরেই। এর বাইরে তার হন্টেড থ্রিডি ‘ক্রিয়েচার থ্রি ডি’, ১৯২০ রাজ রিবুট, রাজ থ্রি, শাপিত, হরর, স্টেরি প্রভৃতি ছবি বেশ সাড়া তুলছে আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে বিক্রম ভাট পরিচালিত আরেকটি নতুন হরর ধাঁচের সিনেমা ১৯২১। এ ছবিটি মুক্তির আগেই প্রমো, ট্রেইলার দেখেই দর্শক প্রচ-ভাবে আগ্রহী হয়েছেন। বিক্রম ভাটের নিজস্ব প্রযোজনা সংস্থা লংরেঞ্জার প্রডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে। তার আগের পরিচালিত ‘১৯২০’ ফিল্ম সিরিজের চতুর্থ ছবি এটি। ছবির গল্পও লিখেছেন বিক্রম ভাট। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জেরিন খান এবং করণ কুন্ড্রা। আরও আছেন অনুপম খের এবং টবি হিনসন, গত বছর জুন মাসে ছবিটির নাম ঘোষণা করেন পরিচালক-প্রযোজক বিক্রম ভাট। ২০১৭ সালের মে মাস থেকে ইংল্যান্ডে এ ছবির শূটিং শুরু হয়। কয়েক মাস আগে জেরিন খান অভিনীত ‘আকসার টু’ ছবিটি মুক্তি পেয়েছে। ইরোটিক থ্রিলার ধাঁচের ছবিটিতে বেশ খোলামেলা দুঃসাহসীরূপে জেরিনকে দেখা গেলেও ‘আকসার টু’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। ফলে জেরিনের ফিল্মি ক্যারিয়ারের অস্তিত্ব বিপন্ন হয়ে উঠেছে। তেমন প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছে হরর ধাঁচের নতুন সিনেমা ‘১৯২১’। এ ছবিটি নিয়ে জেরিনের প্রত্যাশা আকাশছোঁয়া না হলেও তার ধারণা ‘১৯২১’ এ দর্শক তাকে ভিন্নভাবে খুঁজে পাবে। এ ছবিতে অভিনীত চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য জেরিন খান অনেকটা ত্যাগ স্বীকার করেছেন। ‘১৯২১’ ছবিতে ইংল্যান্ডের পটভূমিকায় ভৌতিক কাহিনী তুলে ধরা হয়েছে আগের ছবিগুলোর মতো। সিরিজের আগের ছবিগুলোর গল্পের সঙ্গে কোন মিল বা যোগসূত্র না থাকলেও একই ধরনের ভৌতিক আমেজ বজায় রাখা হয়েছে যা দর্শকদের শিহরিত করবে বলে জানিয়েছেন পরিচালক বিক্রম ভাট। ১৯২১ ছবিতে আয়ুশ আস্থানা চরিত্রে রূপদান করেছেন করণ কু-্রা। ছোট পর্দায় হিন্দী সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে এখন বড় পর্দায় কাজ করছেন তিনি। এস টিভি, চ্যানেল ভির বিভিন্ন শোতে তাকে এক সময় খুব দেখা গেছে। এতদিন বড় পর্দার দর্শকদের ততটা আলোড়িত করতে না পারলেও এবার করণ কুন্ড্রা ‘১৯২১’ ছবিতে সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করছেন ‘১৯২১’ ছবিটি বলিউডের অন্যান্য হরর সিনেমাগুলোর চেয়ে অনেকটাই আলাদা হবে বলে দাবি করেছেন পরিচালক প্রযোজক বিক্রম ভাট। এ ছবির প্রধান দুই চরিত্রের অন্ধকার অতীত এবং গোপন জীবনের অধ্যায় তাদের বার বার তাড়া করে ফিরে। সেখান থেকে বাঁচতে তারা মরিয়া হয়ে চেষ্টা চালায়। আধি ভৌতিক ঘটনাগুলো তাদেরকে চমকে দেয়। তবুও তারা জীবনের কালো অধ্যায় থেকে মুক্তি পেতে চায়। তেমনি ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ‘১৯২১’ ছবির কাহিনী।
×