ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে মাথা ও হাত-পাবিহীন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৬, ৩ জানুয়ারি ২০১৮

কেরানীগঞ্জে মাথা ও হাত-পাবিহীন লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২ জানুয়ারি ॥ কেরানীগঞ্জে মাথা, দুই হাত ও দুই পা বিহীন একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি কোন যুবকের হবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ২টায় তারানগর ইউনিয়নের বেউতা বিলের নির্জন স্থানে একটি ডোবা থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, স্থানীয় কয়েক ব্যক্তি বিলের ভেতর একটি ডোবা থেকে গো খাদ্য হিসেবে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে মৃতদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। নীলফামারীতে নববধূ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, লিমা আক্তার (১৬) নামের এক নববধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে নীলফামারী সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের স্বামী মিন্টু মিয়া (১৯) বাড়ি হতে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহে নববধূ লিমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হলেও এটি রহস্যজনক বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর লিমার স্বামী, শ্বশুর ও বিমাতা শাশুড়ি গা ঢাকা দেয়। পুলিশ জানায় নববধূ লিমা জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী গ্রামের লুৎফর রহমানের মেয়ে। ছয় মাস আগে খোকশাবাড়ির উক্ত গ্রামের ধান চাল ব্যবসায়ী কফুর আলীর ছেলে মিন্টু মিয়ার বিয়ে হয়েছিল। লিমার বাবা ঢাকায় একটি ফ্যাক্টরির সিকিউরিটি গার্ডের চাকরি করার সুবাধে লিমার মা ঢাকায় থাকে। এলাকাবাসী জানায় কম বয়সে বিয়ে হওয়ায় লিমা শ্বশুরবাড়িতে থাকতে চাইত না। তার স্বামী মিন্টু মিয়ার মা হালিমুন বেগম মারা যাওয়ায় তার বাবা দ্বিতীয় বিয়ে করে জিন্না বেগমকে। ফলে বিমাতা শাশুড়ি লিমাকে সব সময় গালমন্দ করত। এ অবস্থায় লিমা ঢাকায় তার বাবা মার কাছে যাওয়ার জন্য চেষ্টা করে আসছিল। এ ছাড়া স্বামী বেকার হয়ে থাকায় স্বামীর সঙ্গেও ছিল বিরোধ। পঞ্চগড়ে শিক্ষা প্রকল্পের কর্মকর্তা স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, ভাড়া বাড়ির শোয়ার ঘর থেকে নিত্য গোপাল রায় (২৯) নামে কারিগরি শিক্ষা প্রকল্পের এক কর্মকর্তার ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা শহরের নতুনবস্তি রাজনগর এলাকার হাজী নুরুজ্জামানের চারতলা ভবনে একটি ইউনিটের মূল দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নিত্য গোপাল পঞ্চগড় সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে ‘বি-সেপ’ নামে একটি প্রকল্পে কো-অর্ডিনেটর ছিলেন। তিনি রাজনগর মহল্লার চার তলা ভবনের ওই ইউনিটের একটি কক্ষে ভাড়া থাকতেন। ঠাকুরগাঁওয়ে নারী নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, শহরের হাজীপাড়ায় এক বাসার সামনে থেকে মঙ্গলবার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
×