ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলে দেয়া হলো দেশের বৃহত্তম ভাসমান সেতু

প্রকাশিত: ০৫:১১, ৩ জানুয়ারি ২০১৮

খুলে দেয়া হলো দেশের বৃহত্তম ভাসমান সেতু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বাওড়ে নির্মিত দেশের বৃহত্তম ভাসমান সেতুটি ফিতাকেটে উদ্বোধনের মাধ্যমে খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দীন ফিতাকেটে ব্রিজটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সামছুল হক মন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল বাসার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার খোরশেদ আলম, সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহমেদ, স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা সরদার আলাউদ্দিন, মশিউল আলম, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, কৃষকলীগ নেতা গোলাম রসুল চন্টা, আওয়ামী লীগের নেতা আকরাম হোসেন খান, চালুয়াহাটী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এম এম ইমরান খান পান্না, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহেল রানা, আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুজ্জানান লিটন, উপজেলা যুবলীগ নেতা শিপন সরদার, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ছাত্রলীগ নেতা টিটু, জাহাঙ্গীর আলম বাপ্পিসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, স্বাধীনতার ৪৬ বছর পার হলেও বৃহত্তম ঝাঁপা গ্রামের ২০ হাজারেরও বেশি বাসিন্দাদের কষ্টের কথা ভাবেনি কোন জনপ্রতিনিধি। কিন্তু ঝাঁপা গ্রামের স্কুল শিক্ষক আসাদুজ্জামান নিজ উদ্যোগে কয়েক বছর ধরে জল্পনা কল্পনা করে ২০১৭ সালের ১৯ জানুয়ারি এলাকার কিছু যুবককে নিয়ে একটি মিটিং করে ভাসমান সেতু নির্মাণের পরিকল্পনা করেন। ৫৬ জন যুবক একত্রিত হয়ে গ্রামবাসীর অর্থায়নে শুরু করে সেতু নির্মাণ কাজ।
×