ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কানাডায় ফোবানা এ্যাওয়ার্ড পেলেন কামাল আহমেদ

প্রকাশিত: ০৫:৫০, ২ জানুয়ারি ২০১৮

কানাডায় ফোবানা এ্যাওয়ার্ড পেলেন কামাল আহমেদ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও বহির্বিশ্বে বেতার সম্প্রচারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বহির্বিশ্ব কার্যক্রম, বাংলাদেশ বেতারের পরিচালক, কামাল আহমেদকে সম্প্রতি ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা, কানাডা) এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উত্তর আমেরিকা অঞ্চলে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের বৃহত্তর পেশাজীবী এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন ফোবানা। কানাডা ভিত্তিক এ সংগঠন দীর্ঘদিন ধরে উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। প্রতিবছর ফোবানা তাদের দেশপ্রেমের দায়িত্ববোধ থেকে বাংলাদেশী সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে। এ বছর তারা ৩১তম ফোবানা সম্মেলনে সম্মানিত অথিতি হিসেবে কামাল আহমেদকে নির্বাচিত করে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে কামাল আহমেদকে এ মনোনয়ন দেয়া হয়। সেপ্টেম্বরে ফোবানা এ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কামাল আহমেদের হাতে ফোবানা এ্যাওয়ার্ড প্রদান করেন ফোবানা কানাডার যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগ অব কানাডার সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুস সালাম। বাংলাদেশ বেতার থেকে কোন কর্মকর্তার আন্তর্জাতিক পরিম-ল থেকে এটিই প্রথম পদক প্রাপ্তি। এই পদক প্রাপ্তি শুধু কামাল আহমেদের নয় বাংলাদেশ বেতার, তথা বহির্বিশ্ব কার্যক্রমের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতাকে সমুন্নত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ বেতারের কর্মকর্তা সঙ্গীতশিল্পী কামাল আহমেদ ২০১০ সালে ‘সার্ক কালচারাল পদক’, ২০১৫ সালে ‘বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন পদক’, ২০১৭ সালে ভারতের মহারাজা বীর বিক্রম বিশ^বিদ্যালয় হতে ‘অদ্বৈত মল্লবর্মন পদক’ এবং ২০১৭ সালে ভারত থেকে ‘বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক’ লাভ করেন।
×