ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মনির হোসেন জীবনের টেলিফিল্ম ‘একদা চারজন’

প্রকাশিত: ০৫:৪৯, ২ জানুয়ারি ২০১৮

মনির হোসেন জীবনের টেলিফিল্ম ‘একদা চারজন’

স্টাফ রিপোর্টার ॥ ‘আজ রবিবার’ খ্যাত পরিচালক মনির হোসেন জীবন সম্প্রতি নির্মাণ করলেন কমেডি ও রোমান্টিক ধাচের টেলিফিল্ম ‘একদা চারজন’। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে এই টেলিফিল্মের শূটিং হয়। প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই টেলিফিল্মের গল্প লিখেছেন হাসান ফুয়াদ। ‘একদা চারজন’ টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবীব নাসিম, ড. এনামুল হক, শাহরিয়ার শাহেদ, অনিক রহমান অভি, শাহরিয়ার পুষন, তন্ময়, তানিন তানহা, সিনথিয়া ইয়াসমিন, তুহিন খান, পরান, শুভ হাওলাদার, ফারজানা জয়া, সাবরিনা রোদেলা, দেলোয়ার হোসেন, আতিক খাঁন, শুভ শিং, মাসুদ রানা, সোহাগ ম-ল, রাতুসি জেরি, শাকিল আহমেদ রুমিসহ আরও অনেকে। টেলিফিল্মটি আগামীকাল ৩ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে বলে জানা গেছে। একদা চারজন’ টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, পরীক্ষায় ফেল করে বাড়ি থেকে পালিয়ে যায় চার বন্ধু স্যাম, জিতু, অনিক ও নাবিল। রাতের অন্ধকারে যে যার মতো বাসা ত্যাগ করে নির্দিষ্টস্থানে একত্রিত হয়। কিন্তু এত রাতে গন্তব্যহীনভাবে কোথায় যাবে! তাই পালাতে গিয়ে তারা একের পর এক নানামুখী অনাকাঙ্খিত দুর্ঘটনায় পড়ে যায়। এই নানামুখী দুর্ঘটনায় পড়ে সারা রাত পার করে দেয়। ঘুমিয়ে পড়ে কোন এক খোলা মাঠে। সকালে সূর্যের তাপে তাদের ঘুম ভেঙ্গে গেলে দেখতে পায় তারা হাতিরঝিলের খোলা মাঠে শুয়ে আছে। তারা রাতে ঘটে যাওয়ার বিষয়গুলো মনে করে এক পর্যায়ে আপাতত পালানোর সিদ্ধান্ত পরিবর্তন করে এবং এখন থেকে ভালভাবে পড়ালেখা করবে শপথ নেয়। এগিয়ে যায় গল্প। স্বাধীন চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ‘একদা চারজন’ টেলিফিল্মের কাহিনী রচনা ও সম্পাদনা করেছেন-হাসান ফুয়াদ, চিত্রগ্রহণ করেছেন সোহেল তালুকদার, আবহ সঙ্গীত- ফরিদ আহমেদ, নেপথ্য কণ্ঠশিল্পী এম এইচ ছন্দা ও এম এইচ রাহী।
×