ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:২৫, ১ জানুয়ারি ২০১৮

দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীতে পরিবহন সেক্টরে শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে যানবাহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রাশিদ, টিআই (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন, পরিবহন শ্রমিক নেতা শামসুজ্জামান, মোঃ শহীদুল্লাহ, খাজা এরফান ও জিলানী। এ সময় ৫০ জন পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ দেয়া হয়। ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বর ॥ ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে দৌলতপুরে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১টার সময় উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুকদের হাতে গরু তুলে দেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তৌফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। উপজেলার ১৪ ইউনিয়নের ২৮ জন ভিক্ষুককে একটি করে গরু দেয়া হয়।
×