ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৮, ১ জানুয়ারি ২০১৮

কেরানীগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৩১ ডিসেম্বর ॥ রুহিতপুরে ঢাকা বিসিক শিল্প নগরীতে অবস্থিত রিলায়্যান্ট জুট মিলের দুটি কারখানার সহস্রাধিক শ্রমিক রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। ডাকাত সন্দেহে গ্রেফতার হওয়া ওই কারখানার ৫ শ্রমিকের মুক্তির দাবিতে সকাল ১০টার দিকে তারা ঢাকা-নবাবগঞ্জ সড়কের রুহিতপুরে অবরোধ করে বিক্ষোভ করে। এসময় ওই সড়কে সব ধরনের যান চলাচল প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এছাড়াও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুই কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তুলশীখালি ব্রিজের উপর থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া ডাকাতরা ঢাকা বিসিক শিল্প নগরীর রিলায়্যান্ট জুট মিলে শ্রমিকের কাজ করতো। তাদের গ্রেফতারের বিষয়ে সাধারণ শ্রমিকরা না বুঝে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
×