ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঙ্কাবাংলার রাইট আবেদন শেষ ১৪ জানুয়ারি

প্রকাশিত: ০৫:২১, ১ জানুয়ারি ২০১৮

লঙ্কাবাংলার রাইট আবেদন শেষ ১৪ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের রাইট শেয়ারের চাঁদা গ্রহণ শুরু হয় ১৭ ডিসেম্বর। চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রাইট শেয়ার বরাদ্দের জন্য রেকর্ড ডেট ছিল গত ২৬ নভেম্বর। জানা গেছে, বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে লংকাবাংলা ফিন্যান্স। ৩১ অক্টোবর ৬১৪তম কমিশন সভায় এ রাইট প্রস্তাব অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি জানায়, ব্যাসেল-থ্রির শর্ত পূরণে রাইট শেয়ার ইস্যু করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানটি। ১০ টাকা অভিহিত মূল্যে ১৫ কোটি ৯১ লাখ ২৫ হাজার ৪৭০টি রাইট শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫৯ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকা উত্তোলন করবে তারা। দীর্ঘমেয়াদে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ঋণমান ‘ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফিন্যান্স। বছর শেষে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ টাকা ৮৭ পয়সা, আগের বছর বোনাস শেয়ার সমন্বয়ের পর যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪ টাকা ১৬ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লংকাবাংলা ফিন্যান্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ২৩ টাকা ১ পয়সায়। ডিএসইতে সর্বশেষ ৪৭ টাকা ৬০ পয়সায় লংকাবাংলার শেয়ার লেনদেন হয়। ২০০৬ সালে তালিকাভুক্ত লংকাবাংলা ফিন্যান্সের বর্তমান অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৩১৮ কোটি ২৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভ ২৪১ কোটি ৩২ লাখ টাকা।
×