ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জেএসসিতে ফেল করে সাতক্ষীরায় এক ও চাঁদপুর দুই ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:১১, ৩১ ডিসেম্বর ২০১৭

জেএসসিতে ফেল করে সাতক্ষীরায় এক ও চাঁদপুর দুই ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে শামীমা আক্তার শিউলি নামে এক শিক্ষার্থী। শনিবার রাত আটটার দিকে কালিগঞ্জের নলতা ইউনিয়নের বাগনলতা গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেছে সে। শিউলি বাগনলতা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে ও নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট এ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী। নলতা কেবি আহসানউল্লাহ প্রি-কাডেট এ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার জানান, শিউলি পাঁচটি বিষয়ে লেটার মার্ক পেলেও অঙ্কে ফেল করেছে। কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) উত্তীর্ণ না হতে পেরে শহরের প্রফেসর পাড়ার ফারজানা আক্তার (১৫) বিষপানে ও ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের ফেরদৌসী আক্তার (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে ফল প্রকাশের পর উভয় ছাত্রী নিজ ঘরে আত্মহত্যা করে। ফারজানা চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মাঝি বাড়ির দুলাল গাজীর কন্যা। সে শহরের পীর মহসীন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। ফেরদৌসী পাইকপাড় গ্রামের মানিক সরদারের কন্যা। সে পাইকপাড়া ইউজিপি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
×