ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কুক যেখানে সবার ওপর

প্রকাশিত: ০৫:৫০, ৩০ ডিসেম্বর ২০১৭

কুক যেখানে সবার ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যতিক্রম কিছু না ঘটলে ড্র-ই হতে যাচ্ছে মেলোবোর্ন টেস্টের শেষ পরিণতি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩২৭ এর জবাবে অলআউট হওয়ার আগে ৪৯১ রান করেছে ইতোমধ্যে এ্যাশেজ ট্রফি খোয়ানো (৩-০এ) ইংলিশরা। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১০৩। ডেভিড ওয়ার্নার ৪০ ও অধিনায়ক স্টিভেন স্মিথ ব্যক্তিগত ২৫ রান নিয়ে ব্যাট করছেন। তবে নামের পাশে আর কোন রান যোগ না করেও দিনের আলোচিত নাম সেই এ্যালিস্টার কুক। শুক্রবার তার দল যখন অলআউট হয়েছে তখনও ২৪৪ রানে অপরাজিত সাবেক ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাটিং, অর্থাৎ টেস্ট ইতিহাসে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’র ক্ষেত্রে কুকই এখন ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক! শেষ জুটিতে সঙ্গী জেমস এ্যান্ডারসন (০) চতুর্থ দিন সকালে প্রতিপক্ষ পেসার প্যাট কামিন্সের করা প্রথম বলেই আউট হয়ে যান। ‘ক্যারিং দ্য ব্যাট’-এর ইতিহাসে এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল নিউজিল্যান্ডের গ্লেন টার্নারের ২২৩, কিংস্টনে ১৯৭২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ৪৫ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন কুক। এর মাঝেই মেলাবোর্নে কোন সফরকারী ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন কুক। ছাড়িয়েছেন ১৯৮৪ তে করা ভিভ রিচার্ডসের ২০৮ রানকে। কোন ইংলিশ ব্যাটসম্যান সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন ২০ বছর আগে। ১৯৯৭ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত ছিলেন আরেক সাবেক অধিনায়ক মাইক আথারটন। এ্যাশেজের ইতিহাসে তো এমন ঘটনা আরও আগের। ১৯৭৯ সালের পার্থ টেস্টে জিওফ্রে বয়কট এই রেকর্ড করেছিলেন। কিন্তু কুকের অতিমানবীয় ব্যাটিংয়ে এসবই পেছনে পড়েছে। শত বছরের পুরনো টেস্ট ইতিহাসে ‘ক্যারিং দ্য ব্যাট’র ঘটনা প্রায় হাতেগোনা। এ পর্যন্ত ২ হাজার ২৮৯টি টেস্টে মাত্র ৫২ বার এমন ঘটনা ঘটেছে। টেস্টে শুরুর দিনগুলোয় এমন ঘটনা ছিল একেবারেই বিরল। তবে কয়েক বছর ধরে মাঝেমধ্যেই দেখা যাচ্ছে। বিদায়ের পথে থাকা এই বছরে অবশ্য প্রথমবার এই কীর্তি অর্জন করলেন কুক। গত বছর অক্টোবরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ক্যারিবীয় ওপেনার ক্রেইগ ব্রাফেটের ১৪২ রানের ইনিংসই ছিল ‘ক্যারিং দ্য ব্যাট’-এর সবশেষ ঘটনা। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাট করে এই রেকর্ড গড়েন কুক। ম্যারাথন এই ইনিংস খেলার পথে ৪০৯ বল খেলেছেন এই বাঁ হাতি, উইকেটে ছিলেন ৬৩৪ মিনিট। আগের শেষ ১০ ইনিংসে কোন ফিফটির দেখা যে পাননি ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রানের মালিক। চলতি এ্যাশেজে ছয় ইনিংসে মাত্র ৮৩ রান। টানা তিন হারে এ্যাশেজ খোয়ানোর পর ক্যারিয়ার নিয়েই প্রশ্ন উঠেছিল। দল ও নিজের কঠিন সময়েই কুক খেললেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা এক ইনিংস। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৭/১০ (১১৯ ওভার; ব্যানক্রফট ২৬, ওয়ার্নার ১০৩, খাজা ১৭, স্মিথ ৭৬, শন মার্শ ৬১, মিচেল মার্শ ৯, পেইন ২৪, কামিন্স ৪, বার্ড ৪, হেইজেলউড ১*, লায়ন ০; এ্যান্ডারসন ৩/৬১, ব্রড ৪/৫১, ওকস ২/৭২, মঈন ০/৫৭, কুরান ১/৬৫, মালান ০/২০) ও দ্বিতীয় ইনিংস ১০৩/২ (৪৩.৫ ওভার; ব্যানক্রফট ২৭, ওয়ার্নার ৪০*, খাজা ১১, স্মিথ ২৫*; এ্যান্ডারসন ১/২০, ব্রড ০/১৮, ওকস ১/২৪, কুরান ০/২৬, মঈন ০/১৫) ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪৯১/১০ (১৪৪.১ ওভার; কুক ২৪৪*, স্টোনম্যান ১৫, ভিন্স ১৭, রুট ৬১, মালান ১৪, বেয়ারস্টো ২২, মঈন ২০, ওকস ২৬, কুরান ৪, ব্রড ৫৬, এ্যান্ডারসন ০; হ্যাজলউড ৩/৯৫, বার্ড ০/১০৮, লেয়ন ৩/১০৯, কামিন্স ৪/১১৭, মিচেল মার্শ ০/৪২, স্মিথ ০/১১) ** চতুর্থ দিন শেষে
×