ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ‘তিন তালাক’ বলা ফৌজদারি অপরাধ হবে

প্রকাশিত: ০৮:০৫, ২৯ ডিসেম্বর ২০১৭

ভারতে ‘তিন তালাক’ বলা ফৌজদারি অপরাধ হবে

জনকণ্ঠ ডেস্ক ॥ মুসলমানদের ‘তিন তালাক’ বলে স্ত্রীকে ছেড়ে দেয়ার আইনটি বাতিলের প্রস্তাব পাস করেছে ভারতের লোকসভা। এনডিটিভি জানায়, লোকসভায় বৃহস্পতিবার পাস হওয়া বিলটি এখন যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়, আইনটি সংশোধন হলে স্ত্রীকে ‘তিন তালাক’ বলে ছেড়ে দেয়াটা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে ভারতে। ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী যে কোন ব্যক্তি মুখে তিন বার ‘তালাক’ উচ্চারণ করেই তার স্ত্রীকে ছেড়ে দিতে পারেন; তবে অনেক মুসলমান দেশেই এভাবে বিধান আইনগতভাবে কার্যকর নয়। ভারতে মুসলিম নারী আইনে এই বিধানটি থেকে যাওয়ায় সম্প্রতি ভারতের সুপ্রীমকোর্ট এক রায়ে এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে আইন সংশোধনের উদ্যোগের প্রথম পর্যায়ে লোকসভায় একদিন আলোচনার পর কণ্ঠভোটে বিলটি পাস হলো।
×