ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট ভার্সিটিতে একক বক্তৃতা

প্রকাশিত: ০৪:০৮, ২৯ ডিসেম্বর ২০১৭

সাউথইস্ট ভার্সিটিতে একক বক্তৃতা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বাংলা সাহিত্যের তিন প্রধান কবি “মধুসূদন-রবীন্দ্রনাথ-নজরুল” শীর্ষক একক বক্তৃতা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানবক্তা ছিলেন শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমদ কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর প্রতিনিধি এম. কামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক বিলু কবীর এবং সম্মানিত অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্বদ্যিালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. রকিবুল হাসান। অনুষ্ঠানে বক্তাগণ “মধুসূদন-রবীন্দ্রনাথ-নজরুল”- এই তিন খ্যাতিমান কবির জীবন-আলেখ্য বর্ণনা করে বলেন, মাইকেল মধুসূদন দত্ত একজন জনপ্রিয় ও ১৯ শতকের বাঙালী কবি ও নাট্যকার ছিলেন। তিনি বাংলা নাটকের অগ্রণী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলার শ্রেষ্ঠ কবি। তাঁর কবিতা, গান, গল্প ও নাটক ছাড়াও সাধারণ মানুষের জীবন, সাহিত্য সমালোচনার দর্শন ও সামাজিক বিষয়গুলোর প্রতিকৃতি অন্তর্ভুক্ত। তিনি দু’টি দেশের জাতীয় সংগীতের রচয়িতা। অপরদিকে কাজী নজরুল ইসমলামও একজন বাংলা কবি, লেখক, সংগীতজ্ঞ ও বিপ্লবী এবং বাংলাদেশের জাতীয় কবি ছিলেন। -বিজ্ঞপ্তি
×