ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষের জেরে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:০২, ২৯ ডিসেম্বর ২০১৭

হাতিয়ায় আওয়ামী লীগের দু’ গ্রুপের সংঘর্ষের জেরে সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, ২৮ ডিসেম্বর ॥ বুধবার সন্ধ্যায় হাতিয়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার সকাল থেকে সড়কের পাশে বন বিভাগের অর্ধশত গাছ কেটে প্রধান সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতা এডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বে তার সমর্থকরা। ওছখালী থেকে আফাজিয়া পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত এ অবরোধ স্থায়ী হয়। দুপুরে পুলিশ গিয়ে রাস্তায় ফেলে রাখা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে। নলচিরা রেঞ্জ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, রাস্তার দু’পাশের অসংখ্য গাছ কেটে কে বা কারা সড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। খবর পেয়ে আমার লোকজন ঘটনাস্থলে গিয়ে কাটাগাছগুলো সংরক্ষণ করার কাজে ব্যস্ত রয়েছে। যারাই করেছে আমরা উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আইনানুগ ব্যবস্থা নিব। উল্লেখ্য, বুধবার রাত ৮টার দিকে ব্রিক ফিল্ড বাজার এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।
×