ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে বিসিসির

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৭

সংবাদ প্রকাশের পর টনক নড়েছে বিসিসির

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দৈনিক জনকণ্ঠে গত ২৪ ডিসেম্বর “কোটি টাকার জেনারেটর গায়েব” শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের। জেনারেটর সরবারহ করা নিয়ে কোটি টাকা আত্মসাতের ঘটনায় অবশেষে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান প্রধান প্রকৌশলীকে প্রকাশিত সংবাদের অভিযোগ তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়েছেন। সোমবার সকালে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জনকণ্ঠে প্রকাশিত সংবাদটি তাদের নজরে আসার পর তিনি প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে অভিযোগ বা অর্থ আত্মসাতের বিষয়টি উঠে আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, পাঁচ বছর আগে নগরীতে স্লাপাইয়ের পানির পাম্পের জন্য ১০টি জেনারেটর সরবরাহের জন্য বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিদেশী অর্থায়নে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ আনে। স্থানীয় ঠিকাদার মনজুরুল আহসান ফেরদৌস দরপত্রের মাধ্যমে জেনারেটর ক্রয়ের কার্যাদেশ পান। কিন্তু সরবরাহ পরবর্তী স্থাপনের সময় প্রায় সব জেনারেটর বিকল দৃশ্যায়িত হয়। বিসিসির পাশাপাশি গণপূর্ত বিভাগের প্রকৌশলীরাও চেষ্টা করে তা সচল করতে পারেননি। যে কারণে তৎকালীন মেয়র শওকত হোসেন হিরন ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে বিল প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এর কয়েক মাস পর নির্বাচন চলে আসায় ওই মেয়রের পদত্যাগ পরবর্তীতে নতুন মেয়রের দায়িত্বভার গ্রহণের পর দুই বিভাগের কতিপয় প্রকৌশলীর যোগসাজশে ঠিকাদার পুরো বিল উত্তোলন করে নেয়।
×