ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:২৬, ২৫ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে মোট ৩৫৯ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৮ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৭৩ টাকা। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবারে প্রকৌশল খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানিকে ঘিরেই বেশি লেনদেন হয়েছে। যদিও কোম্পানিটি শুরুতে যেভাবে দর বেড়েছিল তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। কিন্তু চাহিদার শীর্ষে ছিল। সার্বিক লেনদেনের প্রায় ১৩.০৯ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। এছাড়া চাহিদার কারণে সবচেয়ে বেশি দর বেড়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। দীর্ঘদিন ঝুলে থাকা হোলসিম কিনতে সব ধরনের জটিলতা শেষ হয়ে যাওয়ার কারণে কোম্পানিটির বিক্রেতাশূন্য ছিল। এরপরে মালিকানা বদলের হুজুগে এমারেল্ড ওয়েলের দর টানা বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮, কমেছে ২৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার দর। সকাল থেকেই নতুন কোম্পানির তালিকাভুক্তিকে ঘিরে নেতিবাচক প্রবণতায় লেনদেন চলে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৬৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : নাহি এ্যালুমিনিয়াম, ন্যাশনাল টিউব, বিবিএস কেবল, রূপালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পদ্মা লাইফ, ওয়াতা কেমিক্যাল, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল ও এমারেল্ড ওয়েল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা, এমারেল্ড ওয়েল, আমান ফিড, রূপালী ব্যাংক, সায়হাম কটন, লিগ্যাসি ফুটওয়ার, এনভয় টেক্সটাইল, পদ্মা লাইফ, বিকন ফার্মা ও প্রগতি ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আরামিট সিমেন্ট, ইস্টার্ন কেবল, বিবিএস কেবল, ইমাম বাটন, মুন্নু সিরামিক, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, নিটল ইন্স্যুরেন্স, আলিফ ম্যানুফাকচারিং, রেকিট বেনকিসার ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪১ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : নাহি এ্যালুমিনিয়াম, সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এমারেল্ড ওয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, বিবিএস কেবল, রূপালী ব্যাংক ও ওয়ান ব্যাংক।
×