ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৪

প্রকাশিত: ০৩:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় জমি নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৪

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৩ ডিসেম্বর ॥ মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে। এ বিষয়ে থানায় পাল্টা-পাল্টি মামলা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার বারিল্ল্যা গ্রামের গোপাল চন্দ্র ম-লের নিজস্ব দখলীয় জমিতে থাকা একটি শিমুল গাছ অর্থের প্রয়োজনে বিক্রি করলে ক্রেতা গাছটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির মদদে একই গ্রামের প্রতিপক্ষ অম্বিকা চন্দ্র প্রামানিকের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাছ নিতে বাধা প্রদান করে। এ সময় বাকবিত-ার এক পর্যায় তারা হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় গোপাল চন্দ্র ম-ল, বসুদেব চন্দ্র মিস্ত্রি, বরুন চন্দ্র ম-ল, খুকুমনি মিস্ত্রীসহ ৮ জন আহত হয়। এ সময় প্রতিপক্ষের অম্বিকা চরন, জগদিশ, জিতেন্দ্র নাথসহ ৬ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গোপাল চন্দ্র জানান, ইতোপূর্বে ওই জমি নিজের দাবি করে হত্যার হুমকি দেয়ায় আদালতে তাদের বিরুদ্ধে ৩০৭ ধারায় একটি মামলা করি। বুধবার ওই মামলায় হাজিরা দিয়ে মুচলেকার মাধ্যমে তারা ছাড়া পায়। কিন্তু পরদিনই তারা এমন হামলা চালিয়েছে।
×