ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খুলনায় তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৭

খুলনায় তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর তিনটি সরকারী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল ঘোষণায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন অভিভাবকরা। পরীক্ষার ফল ঘোষণার পর তা স্থগিত করে পুনরায় ঘোষণার মধ্য দিয়ে এই অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ফল বহাল রাখার দাবিতে শনিবার বিকেলে শিশু সন্তানদের সঙ্গে নিয়ে অভিভাবকরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন। সেখানে পরীক্ষার ফলাফলে অনিয়মের জন্য ভর্তি কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানকে দায়ী করা হয়। এ ব্যাপারে খুলনা জেলা প্রশাসক মোঃ অমিন উল আহসান বলেন, সার্ভারে ত্রুটির কারণে প্রথম ঘোষিত ফলে কিছুটা ভুল হয়েছিল। এজন্য যাচাই-বাছাই করে পুনরায় ফল প্রকাশ হয়েছে। এখানে কোন প্রকার অনিয়ম বা জালিয়াতির সুযোগ নেই। সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর ৭টি স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। অনেক স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য ফরমও বিতরণ করা হয়। ফল প্রকাশের দিন সকাল থেকেই অনুপস্থিত শিক্ষার্থীকে উত্তীর্ণ দেখানোসহ ওই ফলাফল নিয়ে নানা ধরনের অভিযোগ উঠতে থাকে। এ অবস্থায় ওই দিন রাতে সব স্কুলের ফলাফল স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করেন ভর্তি কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান। এর একদিন পর শনিবার সকালে পুনরায় ফল প্রকাশিত হয়। এদিকে অভিভাবকরা অভিযোগ করেন, খুলনা জিলা স্কুলের দিবা শাখায় আগের উত্তীর্ণ হওয়া ১২০ জনের মধ্যে ৫৭ শিক্ষার্থীর নাম নতুন ফলাফলে নেই। একইভাবে ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১২০ জনের মধ্যে ৭৬ জনের, মুহসিন স্কুলের ৬০ জনের মধ্যে ৮ জনের নাম নেই। অন্যান্য স্কুলের ফলাফল অপরিবর্তিত রয়েছে। নতুন ফলাফল ঘোষণার পরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। দিনভর স্কুলের সামনে বিক্ষোভ করার পর বিকেলে খুলনা প্রেস ক্লাবে আসেন তারা। প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিভাবকদের পক্ষে সেলিম হোসেন বলেন, ফলাফল নিয়ে নজিরবিহীন এই ঘটনার দায় জেলা প্রশাসকের।
×