ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে তিন মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ডিসেম্বর ২০১৭

সীতাকুন্ডে তিন মাদক বিক্রেতা আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২২ ডিসেম্বর ॥ সীতাকুন্ডে কাভার্ডভ্যান ভর্তি ফেন্সিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অফিসার্স আবাসিক এলাকা বিএম হাইস্কুল সংলগ্ন বিশেষ চেক পোস্টে বসিয়ে এসব মাদক বিক্রেতাকে আটক করে র‌্যাব। আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হিয়াকু বাজার সরকার পাড়ার জামাল উদ্দিন, একই এলাকার ফারুক ও আজাদ। র‌্যাব-৭ জানান, ‘বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলার সীতাকু- থানার অন্তর্গত ভাটিয়ারী অফিসার্স আবাসিক এলাকার মহাসড়কে তল্লাশিকালে চট্টগ্রামমুখী একটি ক্যাভার্ডভ্যান সন্দেহ হয় এবং র‌্যাব সদস্যরা গাড়িটি থামাতে সংকেত দেন। নারায়ণগঞ্জে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রাজশাহী ও নাটোরের শীর্ষ সন্ত্রাসী আজিজুর রহমান রতনকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। ডিবি পুলিশ জানায়, রতনের বিরুদ্ধে রাজশাহী ও নাটোরসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৪১ মামলা রয়েছে। রতন সোনারগাঁ থানার তিন শ’ ২০ বস্তা চিনিবহনকারী একটি ট্রাক ছিনতাই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। সে রাজশাহী ও নাটোর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে সিলেট জেলার জৈন্তাপুর থানার বর্ডার এলাকায় আত্মগোপনে ছিল। মাদারীপুরে ডাকাত সর্দারসহ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২২ ডিসেম্বর ॥ শিবচরে ডাকাত দলের সর্দার ও কথিত পূর্ববাংলা সর্বহারা পার্টির নেতা এনামুল হাওলাদার ও ডাকাত নাসির মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শিবচর থানার পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। উল্লেখ্য, সম্প্রতি শিবচরের বহেরাতলার দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান অলিউলাহ খালাসীর বড় ভাই কিবরিয়া খালাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের সর্দার এনামুল হাওলাদার (৩২) ও ডাকাত নাসির মোল্লাকে আটক করা হয়। এনামুলের নামে বিভিন্ন থানায় ৫টি ও নাসির মোল্লার নামে দেশের বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে। এনামুল সর্বহারা দলের আজিজ ও সামাদ গ্রুপের সক্রিয় সদস্য। দলের সদস্যদের কাছে এনামুল এ্যাম্বুলেন্স এনামুল নামে পরিচিত এবং সে বহেড়তলার চিনু হাওলাদারের ছেলে এবং নাসির বাঁশকান্দি ইউনিয়নে মির্জারচর সিপাইকান্দি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
×