ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন কি আমাদের রাজনৈতিক বিজয় নয়॥ কাদের

প্রকাশিত: ০৪:৫৯, ২৩ ডিসেম্বর ২০১৭

রসিক নির্বাচন কি আমাদের রাজনৈতিক বিজয় নয়॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনে অত্যন্ত একটা ভাল নির্বাচন হয়েছে। বিএনপি অভিযোগ করেছিল সরকার হস্তক্ষেপ করবে। কিন্তু সরকার নির্বাচনে কোন প্রকার হস্তক্ষেপ করেনি। এটা কী আমাদের রাজনৈতিক বিজয় নয় ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন এবং কর্তৃত্বপূর্ণ নির্বাচনে সব রকমের সহযোগিতা করেছে। এখানে হস্তক্ষেপের কোন অভিযোগ নেই, অভিযোগের কোন কারণও নেই। এটাও কী সরকারের রাজনৈতিক বিজয় নয় ? শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে বিএনপির দুই নেতার দুই ধরনের বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, রসিক নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দুই রকম বক্তব্য দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের কারণে। আসলে বাজারে গুঞ্জন আছে বিএনপির ওই দুই নেতার মধ্যে একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক। তাহলে কি তাদের দু’জনের মধ্যে কোন পার্থক্য আছে মূল্যায়নের ? তাহলে রিজভীর এক কথা, মির্জা ফখরুল অন্য কথা বলবে কেন ? এক দলের দুই কথা কী করে হয় ? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের কথার মধ্যে সেলফ কন্ট্রাডিকশন (স্ববিরোধীতা) রয়েছে। আসলে কথা এটা না, আসল বিষয়টা হচ্ছে নির্বাচনে বিএনপি জিতলে সুষ্ঠু নির্বাচন, আর না জিতলে সূক্ষ্ম কারচুপি। নারায়ণগঞ্জের মতো রংপুরেও একজনও এখনও নির্বাচন ফেয়ার হয়নি এমন কথা বলতে পারেনি। কোন পর্যবেক্ষক বা কোন সমালোচক কোন প্রকার বিরুপ সমালোচনা এই পর্যন্ত করতে পারেনি। নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনসম্পন্ন করার কারণে ধন্যবাদ জানাতে না পারাটাও বিএনপির স্ববিরোধীতা বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনকে সবাই ধন্যবাদ জানিয়েছে। বিএনপি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে পারেনি। আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, আবার বলছেন নির্বাচন কমিশন ব্যর্থ! এটাও কী স্ববিরোধী বক্তব্য নয়? জাতীয় নির্বাচনের জন্য এই নির্বাচনের মাধ্যমে কোন টোপ ফেলা হল কি না, এমন এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমি টোপ ফেলা বলব না। বিএনপির জাতীয় নির্বাচন তাদের নিজেদের সম্পর্কে নিজেদের আত্মতুষ্টিতে ভুগছে। তারা কাউকে ২৫ সিট দিচ্ছে, আমাদের কখনও ৩০ সিট কখনও ৪০ সিট- এই যে একটা অহঙ্কার, বিএনপির এই অহঙ্কার মনে হয় এখন ভাঙ্গবে এবং জাতীয় নির্বাচনে এটা একটা তাদের জন্য বার্তা’ রসিক নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় জাতীয় নির্বাচনে কোন প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থীর একটা বিষয় আছে। আমরাও ভাল প্রার্থী দিয়েছিলাম, কিন্তু ভোটাররা জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দিয়েছে। পরাজয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে বিশ্লেষণ ও আলাপ-আলোচনা করার জন্য দলীয় ফোরাম আছে। দলীয় ফোরামে আলাপ-আলোচনার আগে আমি এই বিষয়ে কোন কথা বলতে পারি না। এর আগে নোয়াখালী জেলা সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। নোয়াখালী সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুল হাই প্রমুখ। জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে- ড. রাজ্জাক ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকা- সামনে রেখে আগামী নির্বাচনে মানুষের কাছে ভোট চাইতে হবে। আমরা বলি না যে, আমাদের কোনও ভূলভ্রান্তি নেই, আমদের কোনও দুর্বল দিক নেই। তবে বিশ্বাস করি আমরা যে উন্নয়ন করেছি সেই কারণে দেশের মানুষ আবার আওয়ামী লীগকেই ভোট দেবে। জনগণ আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করেন ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট। আব্দুর রাজ্জাক বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর বিপুল ভোটের পরাজয়ে কোনও দুঃখ নেই আওয়ামী লীগের। আমরা সব জায়গায় জয় লাভ করতে চাই না। জিয়া পরিবারের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিবিদদের বিচার হয় জনগণের আদালতে। খালেদা জিয়ার ছেলে কোকো টাকা চুরি করে সিঙ্গাপুরে ব্যাংকে রেখেছে। সিঙ্গাপুরের আদালতে বিচার হয়েছে, ৩৪ কোটি টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছে। মা হিসেবে কি দায়িত্ব এড়াতে পারেন খালেদা জিয়া ? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো খালেদার উকিল নোটিসের সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক নেতারা উকিল নোটিস দেয়। আমরা রাজনৈতিকভাবে এবং আদালতের মাধ্যমে মোকাবেলা করব। বিচার করবে দেশের মানুষ। আয়োজক সংগঠনের সভাপতি আসাদুজ্জামান আজমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সামসুল হক রেজা প্রমুখ।
×