ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাখাইন রাজ্যে অবকাঠামো উন্নয়নে ভারত মিয়ানমার এমওই সই

প্রকাশিত: ০৭:২৬, ২১ ডিসেম্বর ২০১৭

রাখাইন রাজ্যে অবকাঠামো উন্নয়নে ভারত মিয়ানমার এমওই সই

কূটনৈতিক রিপোর্টার ॥ রাখাইন রাজ্যের অবকাঠামো উন্নয়নে ভারত ও মিয়ানমারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর মিয়ানমার সফরকালে রাখাইনে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশটিকে সহযোগিতা করার অংশ হিসেবে এই সমঝোতা স্মারক সই হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর ও মিয়ানমারের সমাজকল্যাণ ও ত্রাণবিষয়ক উপমন্ত্রী উ সোয়ে আউং রাখাইনের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেছেন। ভারত ও মিয়ানমার সরকারের মধ্যে এটাই প্রথম কোন সমঝোতা স্মারক সই হলো। রাখাইনের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে এই সমঝোতা করেছে উভয় দেশ। রাখাইনে নাগরিকদের পুনর্বাসন ও স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। সূত্র জানায়, রাখাইনে স্বাভাবিক পরিস্থিতি তৈরি ও সেখানকার জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগ্রহী ভারত। এই উদ্যোগ বাস্তবায়ন হলে রোহিঙ্গা সঙ্কটের সমাধান হবে বলে মনে করছে দেশটি। সে কারণে ভারত মিয়ানমারকে রাখাইনে উন্নয়নের জন্য সহায়তা করেছে। রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করে আসছে বাংলাদেশ। রোহিঙ্গাদের ফেরাতে হলে সেখানে বাড়িঘর নির্মাণ ও স্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে হবে বলেও মনে করে বাংলাদেশ। সে কারণে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে ভারতের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। ভারতের পররাষ্ট্র সচিব ড. এস জয়শঙ্কর মিয়ানমারের স্টেট কাউন্সিলর আউং সান সুচি, ইউনিয়ন মিনিস্টার কিয়ো তিন্ত সোয়ে ও ড. উইন মিন্ট আইয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ভারত ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
×