ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গসিপ

প্রকাশিত: ০৫:৪২, ২১ ডিসেম্বর ২০১৭

গসিপ

বিয়ন্সের আয় ৮৮৩ কোটি! মার্কিন পপ গায়িকা বিয়ন্সের ব্যাংক এ্যাকাউন্টে গত এক বছরে ঢুকেছে সাড়ে ১০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় ৮৮৩ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা। বিশ্ব সঙ্গীতাঙ্গনে আর কোন গায়িকার এত আয় হয়নি গত ১২ মাসে। তাই ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বসের হিসাবে সবচেয়ে বেশি আয়ের গায়িকা হয়েছেন বিয়ন্সে। নিজের একক এ্যালবাম ‘লেমোনেড’-এর অভাবনীয় সাফল্য ও ‘ফরমেশন ট্যুর’-এর অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে এত বিপুল অর্থের বেশির ভাগ পেয়েছেন তিনি। এছাড়া আইভি পার্ক ফ্যাশন লাইন আর সুগন্ধিসহ অন্যান্য ব্যবসা থেকেও লাভ হয়েছে এই তারকার। আয়ের দিক দিয়ে শীর্ষ ১০ গায়িকার তালিকা গত মাসে প্রকাশ করেছে ফোর্বস। এতে বিয়ন্সের পরেই আছেন ব্রিটিশ তারকা এ্যাডেল। তার আয় হয়েছে ৬ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় যা ৫৮০ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। এ্যাডেল গত বছর ১৭ কোটি ডলার আয় করে তালিকায় শীর্ষে থাকা মার্কিন গায়িকা টেলর সুইফট এবার নেমে গেছেন তিন নম্বরে। এ বছর তার এ্যাকাউন্টে এসেছে ৪ কোটি ৪০ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৩৭০ কোটি ২৬ লাখ টাকা)। ২০১৭ সালে শেষ হয় তার ‘১৯৮৯’ শীর্ষক ওয়ার্ল্ড ট্যুর। অবশ্য নতুন এ্যালবাম ‘রেপুটেশন’-এর সাফল্যের সুবাদে আগামী ১২ মাসে তার আয় অনেক বাড়বে বলে আশা করা হচ্ছে। শীর্ষ পাঁচে আরও আছেন ‘টাইটানিক’ ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানের গায়িকা সেলিন ডিওন আর জেনিফার লোপেজ। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আয়ের দিক দিয়ে সেরা ১০ গায়িকার তালিকায় জায়গা করে নিয়েছেন সত্তোর্ধ বর্ষীয়ান দুই গায়িকা ডলি পার্টন (৭১ বছর) ও বারব্রা স্ট্রাইস্যান্ড (৭৫ বছর)। ২০১৬ সালের জুন থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত আয় দেখে তালিকাটি তৈরি করেছে ফোর্বস। এক্ষেত্রে ম্যানেজার, এজেন্ট, আইনজীবী ও তারকাদের সাক্ষাতকার বিবেচনার পাশাপাশি দেখা হয়েছে রেকর্ডিং ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশন অব আমেরিকার পোলস্টার ও নিয়েলসেন সাউন্ডস্ক্যানের তথ্যাদি। ক্যাটরিনার সঙ্গে কাজ করবেন না শাহিদ কাপুর? অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল কথাটা। বলিউডে কান পাতারও প্রয়োজন হয়নি। সংবাদমাধ্যমের সূত্রেই প্রকাশ্যে এসেছিল, ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে আপত্তি রয়েছে শাহিদ কাপুরের। তিনি নাকি একেবারেই চান না তাঁর নতুন ছবি ‘বাত্তি গুল মিটার চালু’র নায়িকা হোন ক্যাট। কেন এই আপত্তি নায়কের? সে সম্পর্কে অবশ্য খোলাখুলি কিছু বলা হয়নি। কিন্তু যা রটার তা রটে গিয়েছে। কিন্তু কী এমন হলো, যার জন্য ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে চাইছেন না শাহিদ কাপুর? যদিও ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে না চাওয়ার গুঞ্জন সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শাহিদ কাপুর। এই রটনারই এবার উত্তর দিলেন শাহিদ নিজে। তাও আবার প্রকাশ্যে টুইটারে। এমন খবরকে ‘রাবিশ’ আখ্যা দিলেন অভিনেতা। জানিয়ে দিলেন রটনা সবসময় সত্যি হয় না। এক্ষেত্রে তো একেবারেই নয়। টুইটের মাত্র দুটি শব্দ লিখে ক্ষোভ জাহির করলেও অভিনেতা নিজের ঘনিষ্ঠ মহলে এ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন। এমন ভিত্তিহীন খবরের নিন্দা করেছেন। জানিয়েছেন, ক্যাটরিনা একজন ভাল অভিনেত্রী। তাঁর সঙ্গে কাজ না করার কোন প্রশ্নই ওঠে না। নায়িকার সঙ্গে তিনি ‘বাত্তি গুল মিটার চালু’র শুটিং খুব শিগগিরিই শুরু করবেন। উল্লেখ্য, ‘টয়লেট এক প্রেম কথা’-এর পরিচালক শ্রী নারায়ণ সিংয়ের পরবর্তী ছবি ‘বাট্টি গুল মিটার চালু’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কাপুর। ওই ছবিতে অভিনেতা একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। ছবিতে আম জনতার অন্যতম বড় সমস্যা হিসেবে বিদ্যুতের দাম বৃদ্ধিকে দেখানো হবে। প্রসঙ্গত, বলিউডের হার্টথ্রব শাহিদ কাপুর একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেন। এর পর ২০০৩ সালে ‘ইসক ভিসক’ ছবি দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। ‘কমিনে’, ‘হায়দর’, ‘বিবাহ’, ‘যব উই মেট’ প্রভৃতি একের পর এক হিট ছবি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। সদ্যই শেষ হয়েছে তাঁর নতুন ছবি ‘পদ্মাবতী’র শ্যুটিং। ছবি নিয়ে জোর বিতর্ক চলছে দেশ জুড়ে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মুক্তি পাবে ‘পদ্মাবতী’। দীর্ঘদিন ধরে ভুগছেন একি সমস্যায় রানী মুখার্জি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও, যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন; সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেয়ার বিষয়ে আগ্রহী ছিলেন না। যদিও, ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭) সামাজিক নাট্য চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর নিয়মিত হিসেবে কর্মজীবন শুরু করেন কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮) চলচ্চিত্রে শাহরুখ খানের বিপরীতে একটি সহযোগী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। তার কর্মজীবনের এই প্রাথমিক সাফল্যের পর, পরবর্তী তিন বছরের জন্য তার চলচ্চিত্র বক্স অফিসে দুর্বল অবস্থানে ছিল। যশ রাজ ফিল্মসের সাথিয়া (২০০২) নাট্য চলচ্চিত্রে অভিনয়ের পর তার কর্মজীবনের সাফল্য আসে। বলিউড এই তারকা দীর্ঘ ২২ বছর ধরে এক শারীরিক সমস্যায় ভুগছেন। অথচ এতদিন এই সমস্যা তিনি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন। কিন্তু এখন তিনি সাংবাদিকদের সামনে তার এই সমস্যার কথা বললেন। আগামী বছর মুক্তি পাচ্ছে রানীর ছবি ‘হিচকি’। আর এই ছবিতে নাকি তাকে তোতলাতে দেখা যাবে। সবচেয়ে অবাক করার বিষয় যে ‘হিচকি’ ছবিতে রানীর অভিনীত চরিত্রটি নাকি তার বাস্তব জীবন নিয়ে! সম্প্রতি রানী এক সাক্ষাতকারে বললেন, ‘আমি আমার তোতলানোর সমস্যা নিয়ে রীতিমতো সচেতন থেকেছি। তবে আমি এখন সমস্যাটা কাটিয়ে উঠেছি। ২২ বছর ধরে আমি তোতলানোর সমস্যায় ভুগছি, তা অনেকেই টের পায়নি। এমনকি আমার টিমও অনেক বছর এ সম্পর্কে কিছু জানেনি। কেউ যাতে ধরতে না পারে, তার জন্য আমি অনেক কিছু করেছি। অনেক চেষ্টা করে আজ আমি এ সমস্যা থেকে মুক্তি পেয়েছি।’ শূটিংয়ের সময় আর সংলাপ বলার ক্ষেত্রে রানী খুব সচেতন থাকতেন। আর সংলাপ বলার সময় কোথায় থামতে হবে, সে ব্যাপারে খুব খেয়াল রাখতেন। প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার স্ত্রী রানী বলেন, ‘আমি জীবনের সব ক্ষেত্রে ইতিবাচক দিক দেখতে চেষ্টা করি। আর তার সুফল পেয়েছি। আমার মেয়ে আদিরার মুখে যখন হাসি দেখি, তখন আমি বেশি খুশি হই। আর আদিরার জন্য আমি আমার বাবার মৃত্যুর শোক কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছি।’ ১৯ বছর পর ‘কুছ কুছ হোতা হ্যায়’ ১৯৯৮ সালে বলিউড পরিচালক হিসেবে কর্ণ জোহরের প্রথম ছবি ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। বলিউডের অন্যতম সেরা রোমান্টিক ত্রিকোণ প্রেমের ছবির তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই ফিল্ম। ছবির গানগুলো আজও সমানভাবে জনপ্রিয়। ১৯ বছর পেরিয়ে গেলেও এখনও তার ক্যারিশমা অগের মতোই রয়েছে। কিন্তু এখনও আপনি জানেনই না এই সিনেমার নেপথ্যের থাকা বেশ কিছু ঘটনার কথা। এবার শাহরুখের মুখেই ফাঁস হলো সেসব তথ্য, যার কিছুটা চমকপ্রদও বটে। গত সপ্তাহে শাহরুখের শো ‘টেড টকস’-এ গিয়েছিলেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। সেখানেই কথোপকথনের মাঝে শাহরুখ শেয়ার করেছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ গানটি তৈরি হওয়ার অন্দরের কাহিনী। বলিউডে কিং খানের ২৫ বছরের জার্নি নিয়ে আলোচনার ফাঁকেই উঠে এসেছে এই তথ্য। শাহরুখ জানিয়েছেন, জাভেদ আখতার নাকি এই ছবিতে কাজ করবেন না ঠিকই করে ফেলেছিলেন। কারণ ছবির নাম জাভেদের পছন্দ হয়নি। শাহরুখ বলেছেন, ‘একদিন অসম্ভব রেগে গিয়ে জাভেদজি বললেন, ‘অব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়... ক্যায়া করুহায়, কুছ কুছ হোতা হ্যায়’... নাও, এ সবই তো তোমাদের পছন্দ...।’ কোন রকম পরিকল্পনা ছাড়া, রাগের বহির্প্রকাশ করতে গিয়ে জাভেদ আখতার যে শব্দগুলো বলেছিলেন, সেগুলো দিয়েই ছবির টাইটেল ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। আর এর পরের কাহিনী তো ইতিহাস! জাভেদ আখতারের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘রেগে গিয়েও জাভেদজি যে শব্দগুলো উচ্চারণ করেন, পরে সেগুলো গোল্ডেন ওয়ার্ডস হয়ে ওঠে...।’ বছরের শেষ চমক ‘কোকো’ কোকোর একটি দৃশ্য এ্যানিমেশন ছবির ভক্তদের নড়ে-চড়ে বসার সুযোগ দিয়েছে। পর্দায় এসেছে নতুন ছবি। গত বছরের মতো এ বছরও বেশ কয়েকটি এ্যানিমেশন ছবি দেখার সুযোগ পেয়েছেন দর্শকরা। বছর শেষ হওয়ার আগে আগে দেখতে পেলেন আরেকটি সফল এ্যানিমেশন ছবি। ধারণা করা হচ্ছে এটিই বছরের শেষ ব্যবসাসফল এ্যানিমেশন ছবির মর্যাদা পাবে। এ্যাডভেঞ্চার ও সঙ্গীতনির্ভর এ ছবিতে এ্যানিমেশন ভক্তদের জন্য থাকছে নতুন চমক। মেক্সিকোর কিশোর মিগুয়েলের শখ, বড় মিউজিশিয়ান হবার। টেলিভিশনে এরনেস্টো ডেলাক্রজের গান শুনে নিজেই শিখে ফেলে গিটার বাজানো। কিন্তু মিগুয়েলের স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় তার পরিবারের সদস্যরা। ১০০ বছর আগের এক ঘটনার কারণে সঙ্গীতকে অভিশাপ মনে করে তারা। সকল বাধাকে হার মানিয়ে পুরনো সেই রহস্য উদ্ধারে নামে মিগুয়েল। সঙ্গী শুধু পোষা কুকুর। হঠাৎ একদিন মৃতদের চাকচিক্যময় এক নগরী ‘ল্যান্ড অব দ্য ডেড’ চলে আসে তারা। সেখানেই মিগুয়েলের পরিচয় হয় ট্রিক্সটার হেক্টরের সঙ্গে। দুজনে মিলে সন্ধান পায় মিগুয়েলের পারিবারিক সেই অভিশপ্ত রহস্যের। ছবিতে মিগুয়েলের চরিত্রে কণ্ঠ দিয়েছেন এ্যান্থনি গঞ্জালেস আর হেক্টরের চরিত্রে গেইল গার্সিয়া বার্নাল। আড্রিয়ান মলিনার চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন লি আনক্রিচ। গেল অক্টোবরে মেক্সিকোর ‘মরেলিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে দর্শকদের বেশ প্রশংসা পায় ছবিটি। সমালোচকদেরও দৃষ্টি কেড়েছে এর চিত্রনাট্য, নির্মাণশৈলী ও চরিত্র গঠন। রটেন টমেটোস, দ্য হলিউড রিপোর্টারের রেটিংয়েও যথেষ্ট ভাল অবস্থানে রয়েছে ‘কোকো’। তাই নির্মাতা, প্রযোজকরাও বেশ আশাবাদী ছবির সাফল্য নিয়ে। তথ্যসূত্র- ইন্টারনেট ধ্রুব হাসান
×