ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণরাই গড়বে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ ॥ ইউজিসি চেয়ারম্যান

প্রকাশিত: ০৫:২৪, ২১ ডিসেম্বর ২০১৭

তরুণরাই গড়বে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ ॥ ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ একাত্তরের ২৫ মার্চ নিরীহ বাঙালীর ওপর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চালায় পাকিস্তানবাহিনী। বিশ্বের আর কোন দেশের মুক্তিযুদ্ধ এত ভয়াবহভাবে শুরু হয়নি। দুঃখের বিষয় যে, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যায়। এ দেশে মুক্তিযুদ্ধের ওপর মনগড়াভাবে লেখা বইয়ের ছড়াছড়ি। তাই ‘নেশন, পিপল এ্যান্ড পলিটিক্স’ বইয়ের মাধ্যমে চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকে নিরপেক্ষভাবে উপস্থাপন করার, যাতে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। কারণ তরুণরাই মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে। বুধবার রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘একটি জাতির গঠন, তার জনগণ ও রাজনীতি : ভিন্ন চোখে দেখা’ শীর্ষক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এসব কথা বলেন। অধ্যাপক আবদুল মান্নান প্রণীত ‘নেশন, পিপল এ্যান্ড পলিটিক্স’ বইয়ের ওপর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বইটির সম্পাদনার সঙ্গে জড়িত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোয়ালিটি এ্যাসুরেন্স বিভাগের উপদেষ্টা ড. মার্ক বার্থলোমেউ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার। স্টুডেন্ট এ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হামিদুল হক খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক, প্রাক্তন উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
×